Sitharaman’s daughter marriage: জাঁকজমক নয়, বৈদিক মতে ছিমছাম করে বিয়ে নির্মলার মেয়ের, আশীর্বাদ মঠের সন্তদের

দেশের অর্থমন্ত্রীর বিয়ে বলে কথা। কিন্তু সেই বিয়েতে আড়ম্বরতার লেশমাত্র দেখা গেল না। একেবারে জাঁকজমকহীনভাবে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মেয়ে বিয়ে হল। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরিচিত জায়গায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মেয়ে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মজেছেন নেটিজেনরা।

‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর উদুপি জেলার আদামারু মঠে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈদিক মতে সম্পন্ন হয় বিয়ে। নবদম্পতিকে আশীর্বাদ করেন উদুপি অদামারু মঠের সন্তরা। একেবারে ছিমছাম করে যাবতীয় রীতি-রেওয়াজ মেনে সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বিজেপির কোনও শীর্ষনেতা হাজির ছিলেন না বলে ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘এখন তো বিরোধীদের এক কাপ কফি দিলেও ভুল ব্যাখ্যা হয়,’ আক্ষেপ নির্মলা সীতারামনের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে বিয়ের আচার-অনুষ্ঠান চলছে। সীতারামনের মেয়েকে হারের মতো কিছু একটা পরিয়ে দিচ্ছেন অর্থমন্ত্রীর জামাই। দু’জনেই বসে আছেন। মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন সীতারামন। সেই পুরো ভিডিয়োয় বিয়ের রীতি-প্রথা ধরা পড়েছে। নবদম্পতি পুরোহিতদের আশীর্বাদ নিচ্ছেন। পুরোহিত কিছু একটা বলার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাতজোড় করে প্রণাম করতে দিয়েছে। পুরো ভিডিয়োয় মন্ত্রোচ্চারণ শোনা গিয়েছে। কিছুক্ষণ পরে হাতে শাড়ির মতো কোনও একটি জিনিস বিয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নেমে যেতে দেখা গিয়েছে। ওই ভিডিয়ো দেখে মনে হয়েছে যে সম্ভবত বিয়ের একেবারে শেষলগ্নে ওই ভিডিয়ো করা হয়েছে।

সেই বিশেষ দিনের জন্য গোলাপি শাড়ি পরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মেয়ে। সঙ্গে সবুজের লেশ ছিল। বর পরেন সাদা পঞ্চ এবং শাল। অন্যদিকে, মেয়ের বিয়েতে ঐতিহ্যবাহী শাড়ি পরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। একাধিক রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম মোলাকালমুরু শাড়ি করেন। যা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত মোলাকালমুর এলাকায় তৈরি করা হয়ে থাকে।

আরও পড়ুন: ভারত বিনিয়োগ না করে উপায়ই নেই ইউরোপ-আমেরিকার! কারণ জানালেন নির্মলা

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)