WTC Final 2023: Ajinkya Rahane And Shardul Thakur Stich Together Hundred Run Partnership To Rescue India On Day 3, Session 1

লন্ডন: গতকাল রাহানেকে (Ajinkya Rahane) নো বলে আউট করেছিলেন, দিন বদলালেও বদলাল না ভাগ্য। শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) এলবিডব্লুতে আউট করলেও, ফের একবার নো বল করে শার্দুলকে জীবনদান দিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথম সেশনের একেবারে শেষবেলায় ভাগ্য সহায় হল ভারতের। সেশন শেষে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২৬০/৬। রাহানে ৮৯ ও শার্দুল ৩৬ রানে ব্যাট করছেন। ইতিমধ্যেই ষষ্ঠ উইকেটে দুুইজনে ১০৮ রান যোগ করে ফেলেছেন।

ভারতীয় দল দিনের শুরুটা একেবারেই ভাল করতে পারেনি। গতকাল শেষবেলায় দুরন্ত ছন্দে ব্যাট করা রবীন্দ্র জাডেজা ৪৮ রানে আউট হয়েছিলেন। আজকে দিনের শুরুতেই মাত্র ব্যক্তিগত পাঁচ রানে সাজঘরে ফেরেন ভারতের কিপার-ব্যাটার কেএস ভরত। ম্যাচের আগে তিনি না ঈশান কিষাণ, কিপার হিসাবে কাকে খেলানো উচিত সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। ভারতীয় দল অভিজ্ঞ ভরতকেই বেছে নেয়। কিপিংটা ভাল করলেও ব্যাট হাতে কিন্তু তিনি রাহানেকে সঙ্গ দিতে সম্পূর্ণ ব্যর্থ। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল ভারত।

কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁকে নিয়েই লড়াই চালাচ্ছেন রাহানে। দুই ব্যাটার ঘাতক দেখানো অজি আক্রমণের বিরুদ্ধে শুধু ক্রিজে টিকে থাকা নয়, বরং সুযোগ পেলেই রান করার জন্য চেষ্টা করেছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়েছেন, ভারতের স্কোরবোর্ডও এগিয়েছে দ্রুত গতিতে। নিজের প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে রাহানে।

গতকাল তিনি জীবনদান পেয়েছিলেন বটে, তবে তারপর থেকে অজি বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। অবশ্য এদিন প্রথম সেশনেও তিনি অস্ট্রেলিয়াকে একটি সুযোগ দিয়েছিলেন বটে। তাঁর ব্যাটের কাণায় লেগে দ্রুত গতিতে বল স্লিপের দিকে গিয়েছিল। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি ওয়ার্নার। দুই জীবনদান পাওয়ায় ভারতীয় দল কিন্তু এখনও ম্যাচে লড়াইয়ে রয়েছে। আর মাত্র ১০ রান করলেই ফলোঅন বাঁচিয়ে ফেলবে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের থেকে এখনও বেশ খানিকটা দূরে রয়েছে ভারত। তবে ভরসা দিচ্ছেন রাহানে, শার্দুল। প্রসঙ্গত, এই সেশনেই টেস্টে পাঁচ হাজার রানের গণ্ডিও পার করে ফেললেন রাহানে। এবার দেখার এই দুই তারকা ভারতীয় ইনিংসকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে

https://t.me/abpanandaofficial

আরও পড়ুুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা ‘ট্যুরিস্ট স্পট’ থেকে, রইল ৮ ‘অফবিট’ সন্ধান