WTC Final 2023 : Virat Kohli Gets Trolled As Pictures Of Indian Batter Having Food After Cheap Dismissal Go Viral

লন্ডন : আগুনে ছন্দে শেষ করেছিলেন আইপিএল (IPL)। হাঁকিয়েছেন পরপর দু’ম্যাচে জোড়া শতরান। প্রত্যাশা ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (West Test Championship Final 2023) মঞ্চেও দাপুটে মেজাজ দেখা যাবে কিং কোহলির ব্যাট। কিন্তু ওভালে ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। মিচেল স্টার্কের ঝাঁঝালো বাউন্সারের সামনে মাত্র ১৪ রানেই সাজঘরে ফেরেন বিরাট। যদিও তাঁর আউট নয়, সোশ্যালে আলোচনার কেন্দ্রে তাঁর খাওয়া ! 

আউট হয়ে সাজঘরে ফিরে খাবার খাওয়ার মাঝে ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিরাট কোহলি। যে ছবি বাইরে আসতেই ট্রোলারদের নিশানায় বিরাট কোহলি ! অনেকে আবার কাঠগড়ায় তুলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। যদিও নেটিজেনদের এক অংশই আবার ট্রোলারদের পাল্টা খোঁচা দিয়েছেন। বিরাট বড় ইনিংস খেলতে পারলে ভারতের লড়াইয়ে অনেকটা সুবিধা হত এই আফশোস প্রকাশ করলেও বিরাটের খাওয়া নিয়ে ট্রোল নিয়ে পাল্টা সরব তাঁরা।

বিরাটের থালা হাতে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করে একজনের ট্রোল, ‘২০০৩ বিশ্বকাপের ফাইনালে তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় তিনদিন ঠিক করে খাননি সচিন তেন্ডুলকার। আর বিরাট কোহলিকে দেখুন!’ অন্য একজনের সেই ছবি দিয়েই কটাক্ষ, ‘আসল আইসিসি ইভেন্ট হল আইপিএল। সেটাই প্লেট হাতে দলের তরুণ তুর্কিদের বোঝাচ্ছেন বিরাট কোহলি।’ যে সমস্ত ট্রোলের পাল্টা মন্তব্যও এসেছে। একজনের মন্তব্য, ‘তাড়াতাড়ি আউট হয়ে গেছেন বলে লজ্জায় খাওয়া-দাওয়া ছেড়ে দেবেন নাকি!’ আবার অন্য একজনের সরস মন্তব্য, ‘পরিস্থিতি যেমনই হোক খাবারেই আসল স্বস্তি।’

এমনিতেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনের শেষে বেশ খানিকটা বেকায়দায় ভারতীয় দল। শুধু বিরাট কোহলিই নন, রোহিত শর্মা, শুভমন গিল থেকে চেতেশ্বর পূজারা, ভারতীয় টপ অর্ডারের চার ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। রবীন্দ্র জাদেজা লড়াকু ৪৮ রানের সুবাদে খানিকটা স্বস্তি পেলেও দিনের শেষে ১৫১ রান তুলতে গিয়েই ৫ উইকেট হারিয়ে বসেছে ভারত। ক্রিজে থাকা আজিঙ্কা রাহানে ও শ্রীকার ভরত ব্যাট হাতে ভারতের ইনিংস কতটা টেনে নিয়ে যেতে পারেন, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে ম্যাচে ভারতের সম্ভাবনা।

আরও পড়ুন- আনপ্লেয়বল ডেলিভারি নাকি কোহলি নিজের ভুলেই আউট? কী বললেন গাওস্কর?

প্রথমে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া শতরানের সুবাদে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় স্কোর খাড়া করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে যে রান থেকে ৩১৮ রান পিছিয়ে ভারত।

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার