YouTuber death: দেদার মদ খাওয়ার চ্যালেঞ্জই কাল হল, মৃত্যুর আগে কত বোতল শেষ করলেন ওই ব্যক্তি

অনলাইন গেম খেলার চ্যালেঞ্জই কাল হয়ে দাঁড়াল আবার। সমাজ মাধ্যমে নয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সবাইকে চমকে দেবেন ভেবেছিলেন চিনের এক ব্যক্তি। কিন্তু সেই চমকের চেষ্টাই কেড়ে নিল প্রাণ‌। সম্প্রতি অন্য আরেক ব্যক্তি বোতলের পর বোতল মদ খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন সমাজ মাধ্যমেই। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বোতলের পর বোতল মদও শেষ করেন তিনি। কিন্তু তারপর প্রাণটাও চলে যায় তাঁর। মদ খাওয়া শেষ করার কিছুক্ষণের মধ্যেই চোখ বুজতে হয় তাঁকে‌। এবারে সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। চিনের ২৭ বছর বয়সি এক ব্যক্তি সমাজ মাধ্যমে একই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে প্রাণটাই বিসর্জন দিলেন। চিনের সংবাদমাধ্যম জিমু নিউজকে ওই ব্যক্তির স্ত্রী বলেন, মঙ্গলবার দেদার মদ খাওয়ার ওই চ্যালেঞ্জের পরেই মৃত্যু হয় ব্যক্তির। 

 আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা করলেই কি মৃত্যুদণ্ড? উত্তর কোরিয়ার বিচিত্র আইন নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন: কর্মীদের দিয়ে কাজ করাতে কটুকথা কতটা দরকারি? প্রশ্ন তুলল HDFC ব্যাঙ্ককর্তার কাণ্ড

সেন্ট্রাল প্লেনসের ওই ব্যক্তি অনলাইনে মনিকার ঝঙ উয়ান হুয়ান গে বা ব্রাদার হুয়াঙ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ জুন অতিরিক্ত মদ খাওয়ার জন্যই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে এমনভাবেই আরেকজন মারা যান। প্রসঙ্গত অনলাইনে ব্রাদার হুয়াঙের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সব মিলিয়ে ১,৭৬,০০০ অনুরাগীও রয়েছে তাঁর। চিনা মদ বাইজিউ খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন ওই ব্যক্তি। মদ খেতে খেতেই অবস্থা বেশ সঙ্গীন হয়ে ওঠে তাঁর। প্রসঙ্গত, চাইনিজ ফায়ারওয়ার্কার নামে পরিচিত ওই পানীয়টির মধ্যে অ্যালকোহলের পরিমাণ অনেকটই বেশি। ৩৫ থেকে ৬০ শতাংশ মতো স্পিরিট দিয়ে তৈরি হয় ওই মদ। ফলে শরীরের উপর যথেষ্ট ক্ষতিকর প্রভাব ফেলে।

ইউটিউবার হিসেবে খ্যাত ছিলেন হুয়াঙ। তবে সম্প্রতি তাঁর ওই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়। সেখানেই তিনি মদ খাওয়ার চ্যালেঞ্জের ভিডিয়োটি আপলোড করেছিলেন। একের পর এক বোতল খালি করে বোতলের পিরামিড তৈরি করছেন। ভিডিয়োতে তেমনটাই দেখানো হয়েছিল। তবে তাঁর স্ত্রীর কথায়, শুধু চ্যালেঞ্জ জিততে তিনি এই মদ খাননি। একটি বড় অঙ্কের টাকা আয় করতেই তিনি মদ খাচ্ছিলেন। ইদানীংকালে বড়সড় দেনা হয়ে গিয়েছিল হুয়াঙের। সেই দেনার টাকা মেটাতেও এমন পদক্ষেপ নেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণটাই খোয়াতে হয় তাঁকে।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup