Boy commits suicide: দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর, ফলাফল প্রকাশের দিন কয়েক পর আত্মঘাতী কিশোর

সবে মাত্র বেরিয়েছে ফলাফল। বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় সে পেয়েছিল ৯২ শতাংশ নম্বর। আর পরীক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিনের মাথাতেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। মহারাষ্ট্রের থানের বর্তক নগর এলাকায় এক কিশোর এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যদিও মৃত্যুর নেপথ্যের কারণ জানতে পারেনি পুলিশ। 

বয়স ১৫ বছর। সবেমাত্র বেরিয়েছিল দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। তার পর থেকেই থানের বর্তন নগর এলাকার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।কেন এমন পদক্ষেপ তা নিয়েই প্রশ্ন। তবে বোর্ডের পরীক্ষার ফলাফলে ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়ার পরও কেন এমন আত্মহননের রাস্তা সে বেছে নিল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। মহারাষ্ট্র রাজ্য বোর্ডের পরীক্ষায় কেন এতটা নম্বর পাওয়ার পরও ওই পড়ুয়া আত্মহত্যার রাস্তা বেছে নিল, তা নিয়ে নানান জল্পনা রয়েছে। 

জানা গিয়েছে, ওই বহুতলের ২৩ তলা থেকে ঝাঁপ দিয়েছে কিশোরটি। ঘটনার দিন রাত ২ টো নাগাদ বহুতলের বাসিন্দারা একটি বিকট শব্দ শোনেন। তারপরই সকলে বেরিয়ে এসে দেখেন মাটিকে রক্তস্নাত অবস্থায় সেই কিশোর রয়েছে। আপাতত দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের হয়েছে। তবে গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। 

এদিকে, গোটা মহারাষ্ট্র তোলপাড় হয়ে চলেছে এক ভয়াবহ আত্মহত্যার ঘটনায়। এক ৫৬ বছর বয়সী তাঁর লিভ ইন পার্টনারকে খুন করার অভিযোগে ধৃত। ঘটনাটি ঘটেছে থানেতে। মনোজ সানে নামে সেই ব্যক্তিকে ১৬ জুন হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩৬ বছর বয়সী বিদ্যা সরস্বতীকে খুন করার অভিযোগ রয়েছে। গত ৩ বছর ধরে একসঙ্গে থাকার পর সদ্য খুন হন বিদ্যা। যদিও মনোজের দাবি আত্মহত্যা করেছিলেন বদ্যা। পরে তাঁর দেহ টুকরো করেন মনোজ। গোটা ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে।