India Team or IPL, Ravi Shastri wants players to decide their priority

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওভালের (The Oval) পিচে কি জুজু আছে? অস্ট্রেলিয়ার (Australia) ব্যাটিং দেখে মনে হয়নি পিচ ভয়ংকর। প্রথম ইনিংসে খুব সাবলীল ভাবে ব্যাট করেছেন অজি ব্যাটাররা। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটারদের থরহরি কম্পমান অবস্থা হয়েছে ওভালের বাইশ গজে। আর ভারতের ব্যাটিং দেখার পরে স্থির থাকতে পারেননি দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ক্ষুব্ধ শাস্ত্রী বলছেন, দেশ আর ক্লাবের মধ্যে কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে, সেটা আগে স্থির করা উচিত।

ধারাভাষ্য দেওয়ার সময়ে শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “কোনটা অগ্রাধিকার পাবে সেটা আগে স্থির করতে হবে। দেশ আগে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? যদি বলা হয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভুলে যাওয়াই ভালো। যদি মনে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, তাহলে বল বিসিসিআই-এর কোর্টে। দেশীয় ক্রিকেটের ধারক ও বাহক বোর্ড। আইপিএল-এর চুক্তিতেও একটা শর্ত থাকা উচিত, দেশের স্বার্থে কোনও ক্রিকেটারকে যদি আইপিএল থেকে নেওয়ার দরকার পড়ে, তাহলে তা যেন সম্ভব হয়।”  

আরও পড়ুন: Ajinkya Rahane, WTC 2023: কার পেপটকে রুপকথার কামব্যাক করলেন ‘লো প্রোফাইল’-এ থাকা রাহানে? জেনে নিন

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: ‘ভারতকে বোকা বানিয়ে অজিরা বল ট্যাম্পারিং করেছে!’ প্রাক্তন পাক অধিনায়কের বিস্ফোরণ

শাস্ত্রী এবার যেন অ্যাংরি ইয়ং ম্যান হয়ে এসেছেন। বেশ কিছু বছর ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যের কণ্ঠস্বর তিনি। বোর্ড কর্তাদের সঙ্গে ধারবাহিকভাবে চমৎকার  সম্পর্ক। সেই লোক সকালে  ম্যাচের আগে রাগতভাবে তীব্র আক্রমণ করলেন আইপিএল ফ্রাঞ্চাইজিদের আধিপত্যকে। বললেন “টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে গুরুত্ব দিতে হলে বোর্ডকে প্লেয়ারদের চুক্তিতে ক্লজ ঢোকাতে হবে যে দেশের হয়ে খেলা থাকলে আইপিএলকে অগ্রাধিকার দেওয়া যাবে না। যদি আমরা নিজেরাই বলতে থাকি যে সেটা কী করে করবো তাহলে এগোনো যাবে না। কিন্তু যদি মনে হয় দেশের আগে কখনও  কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি নয়। তাহলে ক্লজটা  ঢোকাতেই হবে।”

বেশ বোঝা গেল আইপিএল নামক ‘সোনার হাঁস’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শোচনীয় অবস্থার ঘাতক –এই মতবাদের তিনি সরব সমর্থক। মনে করেন বোর্ড  যথেষ্ট কড়া নয় আর সেটা বলছেন কিনা বোর্ডের ঘেরাটোপে থাকা ব্রডকাস্টিং চ্যানেলে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)