Maharashtra: ঔরঙ্গজেবকে ঘিরে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট! মহারাষ্ট্রে ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে FIR

মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে গৌরবান্বিত করে সদ্য একটি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস ঘিরে হিংসায় উত্তাল ছিল মহারাষ্ট্রের একাংশ। সেই মেসেজ ঘিরে ১৪ বছরের এক স্কুল পড়ুয়া কিশোরের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। উল্লেখ্য, ওই মেসেজ পরে ডিলিট করে দেয় কিশোর। এছাড়াও পরে একটি ভিডিয়ো আপলোড করে সে ক্ষমা চেয়ে নিয়েছে ওই মেসেজ দেওয়ার জন্য। মহারাষ্ট্রের বিড় এলাকার ওই কিশোরের বিরুদ্ধেই এবার লাগু হয়েছে এফআইআর।

জানা গিয়েছে, ওই মেসেজ স্ট্যাটাসে দেওয়ার সময়, ওই কিশোর ছিল মুম্বইতে। সে সেখানে গরমের ছুটিতে ছিল। এদিকে, ওই স্ট্যাটাস মেসেজ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠী ওই স্ট্যাটাস মেসেজের বিরোধিতা করে বনধের ডাক দিয়েছে। এদিকে, কোলাপুরের আহমেদনগরে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছবি পোস্টারে তুলে ধরে কয়েকজন যুবককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সেই ঘটনার পরই এই হিংসা সেই এলাকাতেও দেখা যায়। আর এই ঘটনার পরই ওই ১৪ বছর বয়সী বালকের স্ট্যাটাস মেসেজ দেখা যায়। 

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) এবং ৫০৫ (বি) ধারায় দায়ের হয়েছে এফআইআর। পুলিশ বলছে, স্ট্যাটাস মেসেজ দেওয়ার সময় বিড়ের বাইরে ছিল ওই কিশোর। সে গরমের ছুটিতে গিয়েছিল মুম্বইতে। যদিও পরে সে স্ট্যাটাস মেসেজ ডিলিট করে দেয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, বিড়ে ওই কিশোর ফিরে এলে, তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। জানতে চাইবে কোথা থেকে ওই স্ট্যাটাস মেসেজ সে পেয়েছে? এছাড়াও এই ঘটনায় ওই কিশোরের নেপথ্যে অন্য কেউ রয়েছে, কি না, তাও জানবার চেষ্টা করবে পুলিশ বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, পুলিশ বলছে, যখন থেকেই ঔরঙ্গবাদের নাম ছত্রপতি সাম্ভাজিনগর হওয়ার কথা উঠেছে, তখন থেকেই এলাকা জুড়ে বেশ চাপা চাঞ্চল্য দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে, সদ্য মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ‘ঔরঙ্গজেব কি অউলাদ’ মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়। যার পাল্টা জবাব দেন আসাদউদ্দি ওয়াইসি। তিনি তুলে ধরেন গডসের প্রসঙ্গ। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup