Murali Sreeshankar : নীরজ-বিকাশের পর প্যারিস ডায়মন্ড লিগে নজর কাড়লেন ভারতের মুরলী শ্রীশঙ্কর

<p><strong>নয়া দিল্লি :</strong> আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন ভারতীয় লং জাম্পার। প্যারিস ডায়মন্ড লিগে লং জাম্পে (পুরুষ বিভাগ) তৃতীয় স্থান অর্জন করলেন মুরলী শ্রীশঙ্কর। ডায়মন্ড লিগ মিটে তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসাবে সেরা তিনের মধ্যে শেষ করলেন কমনওয়েলথ গেমসে রৌপ্য পজকজয়ী মুরলী। তাঁর আগে এই সাফল্য অর্জন করেছেন জ্যাভলিনে অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ও প্রাক্তন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। লিগে মুরলী নিজের সেরাটা উজাড় করে দিয়ে ৮.০৯ মিটার পর্যন্ত জাম্প করেছেন।</p>
<p>ইভেন্টে প্রথম স্থানে শেষ করেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন মিলতিয়াদি টেনটগলু। ৮.১৩ মিটার পর্যন্ত জাম্প করেন তিনি। শ্রীশঙ্করের থেকে মাত্র ৪ সেমি এগিয়ে। দ্বিতীয় স্থান অর্জন করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী স্যুইৎজারল্যান্ডের সাইমন এহামার। চতুর্থ রাউন্ডে তাঁর জাম্প ছিল ৮.১১ মিটার দূরত্ব অবধি।</p>