Nitish Kumar: কেন্দ্রের বড় মিটিং হবে পটনায়, থাকতে পারেন অমিত শাহ, নীতীশ কুমার কি থাকবেন?

লোকসভা ভোটের আগে জমে উঠেছে রাজনীতির লড়াই। তার প্রভাব পড়তে পারে এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিংয়েও। এমনটাই মনে করছেন অনেকে। উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কি দেখা যাবে এবার? আগামী ১৭ জুন বিহারের পটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন। তবে এখনও এব্যাপারে নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে এখন সবথেকে বড় প্রশ্ন এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি এই মিটিংয়ে উপস্থিত হবেন? সূত্রের খবর, নীতীশ কুমার সরকারের ২০জন আধিকারিক থাকবেন মিটিংয়ের ব্যবস্থাপনায়। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের প্রতিনিধিরাও থাকবেন। এদিকে গত মিটিং কলকাতায় হয়েছিল। তখন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে পাঠানো হয়েছিল। এনিয়ে বিজেপি নানা কটাক্ষ করেছিল।

তবে এবার মিটিং একেবারে বিহারে। বিহার প্রশাসনের কর্তারা অবশ্য আগত প্রতিনিধিদের স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ওই আধিকারিকরা এই কাজে নিয়োজিত থাকবেন। ১৩ জুন এনিয়ে প্রশিক্ষণ শিবির হবে। সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এদিকে ২০২২ সালের ডিসেম্বর মাসে যে মিটিং হয়েছিল তখন থেকেই দূরত্ব তৈরি করছিলেন নীতীশ কুমার। আসলে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করা শুরু করেন নীতীশ। এবার তো নীতীশের নেতৃত্বেই মহাজোটের উদ্যোগ। এমনকী গত মাসে দিল্লিতে নীতি আয়োগের মিটিংয়েও অংশ নেননি নীতীশ কুমার। তবে এবার কী করবেন?

সূত্রের খবর, আগামী ১৭ জুন এই প্রস্তাবিত মিটিং বিহারের পটনাতে হতে পারে। তবে সেই মিটিংয়ে খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপস্থিত হবেন কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে।