Panchayat Election 2023: পুলিশের মদতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, বললেন অধীর,ঘটনার ১০ ঘণ্টায় গ্রেফতার ২

মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। তাঁরা স্থানীয় রতনপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। শনিবার সকালে খড়গ্রামের নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই খুনের প্রতিবাদে এলাকায় প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। পুলিশের কাছে এই খুনের ঘটনার রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। 

এ দিন সকালে গ্রামে গিয়ে অধীর চৌধুরী নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে যিনি খুন হলেন তিনিই যেন অপরাধী। তাঁদের বাড়ি আশেপাশে পুলিশ ঘুরে বেড়াচ্ছে।’ প্রদেশ সভাপতির আরও অভিযোগ, ‘অভিযুক্তদের গ্রামে আসতে বারণ করছে পুলিশ। মৃতের পরিবারকে বলছে, বাড়ি থেকে না বেরোতে। পুলিশের মদতে খড়গ্রামে এই ঘটনা।’ রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় রতনপুর থানায় নলদীপ গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে (৪২) গুলি করে একদল দুষ্কৃতী। প্রত্যদর্শীরা জানিয়েছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ছয় রাউন্ড গুলি করে জনা পনের দুষ্কৃতী। কান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। 

(পড়তে পারেন। এক জায়গায় ৩টির বেশি সভা নয়, পঞ্চায়েত প্রচারের একাধিক বিধি কমিশনের)

বাধা দিতে গেলে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনা আরও তিনজন আহত হয়েছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রফিকের নেতৃত্বে দুষ্কৃতীরা আচমকা কংগ্রেস কর্মী ফুলচাঁদকে ঘিরে ধরে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেকে কোলে নিয়ে বসে তাস খেলা দেখছিলেন ফুলচাঁদ। সেই সময় দুষ্কৃতীরা গুলি চালায়। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে।