Recruitment Scam: ফোন মোছা নিয়ে সদুত্তর মেলেনি, এ বার ‘কাকু’-রাহুলকে মুখোমুখি বসাতে পারে ইডি

‘কালীঘাটের কাকু’-র ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবারও তাঁকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এ দিন বেলার দিকে সিজিও কমপ্লেক্সে আসেন রাহুল।

সূত্রের খবর, ইডি তাঁকে ফোনের তথ্য মুছে ফেলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কার নির্দেশে, কোন তথ্য রাহুল ফোন থেকে মুছে ছিলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার একপ্রস্থ জিজ্ঞাসাবাদের পর শনিবারও তাঁকে তলব করা হয়। এর আগে রাহুল বেরাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু সেই সময় তাঁর কাছ থেকে কোনও সদুত্তর পায়নি তদন্তকারী সংস্থা। তাই আবার তাঁকে তলব করা হয়।

‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করার পর আদালতে জানায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা তথ্য সুজয়কৃষ্ণের ফোন থেকে মুছে দিয়েছিলেন রাহুল। ইডি সূত্রে খবর, এ নিয়ে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন। গত ৪ মে ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় রাহুলের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

ইডি সূত্রে জানা যাচ্ছে, এ বার সুজয়কৃষ্ণ ও রাহুলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। (পড়তে পারেন। পঞ্চায়েতে সিভিকদের পুলিশের পোশাক পরিয়ে নামানো হবে! দাবি শুভেন্দুর, পাল্টা খোঁচা কুণালের)