Sex toy discussion in school: সেক্স টয় নিয়ে আলোচনার জেরে শাস্তি শিক্ষিকাকে, স্কুলের ভূমিকা নিয়ে উঠল বিতর্ক

ক্লাস ভর্তি ছাত্র, তাদের মাঝেই শিক্ষিকা শুরু করলেন এক অভিনব বিষয়। সেক্স টয় থেকে যৌন আনন্দ , কোনটার কী মানে তা-ই বিস্তারিত বোঝালেন ছোট ছোট খুদেদের। সম্প্রতি আমেরিকার প্লাসেন্টিয়ার এল ডোরাডো হাই স্কুলে এমন ঘটনাই ঘটেছে। ছাত্রদের পড়ানোর সময় সেখানে থাকা সিসিটিভিতেই ধরা পড়েছিল সেই দৃশ্য। জুডি রিবার্গ নামের ওই শিক্ষিকা ইতিমধ্যে কিছুদিনের ছুটিতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম অরেঞ্জ কাউন্টি রেজিস্টারের প্রতিবেদন অনুযায়ী, পড়ুয়াদের এই বিষয়ে পড়ানোর ব্যাপারটি অভিভাবকরাই স্কুল কর্তৃপক্ষকে জানান। অভিযোগ শোনার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় স্কুল কর্তৃপক্ষ। তবে এই নিয়ে শুরু হয়েছে বিতর্কও। কারণ, জুডির বিষয়ের মধ্যেই যৌনতার প্রসঙ্গ ছিল বলে জানা যাচ্ছে সিলেবাস থেকে। তিনি ওই স্কুলে ফিজিয়োলজি ও পরিবেশ বিদ্যার শি ক্ষিকা ছিলেন।

আরও পড়ুন: ৩ মাস পর জেগে উঠল হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি! মাটি কাঁপিয়ে কোন বিপদের সংকেত এল

আরও পড়ুন: ট্রেনে-বাসে নয়, প্লেনে চেপেই রোজ অফিস যান এই এলাকার মানুষ! কেমন জীবন কাটান তাঁরা

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই স্কুলএকটি বিবৃতি দেয় সংবাদমাধ্যমকে। প্লাসেন্টিয়া ইয়োর্বা লিন্ডা স্কুলের মুখপাত্র অ্যালিসা গ্রিফিথ বলেন, ডিস্ট্রিক্টের কর্মীরা এই বিষয়ে যথেষ্ট দক্ষ। ফলে তারাই সিদ্ধান্ত নেবেন শিক্ষিকার কোনও দোষ আছে কিনা। তিনি আরও বলেন, ডিস্ট্রিক্টের ক্লাসরুমে কী পড়ানো উচিত, সে সম্পর্কে তাঁদের ভালো ধারণা রয়েছে। পাশাপাশি কারিকুলাম সম্পর্কেও ধারণা রয়েছে। তবে কোনও ব্যক্তিগত বিষয়ে কথা বলাটা ঠিক নয় বলেই জানান তিনি। যৌনতা নিয়ে কার ব্যক্তিগত ধারণা কী হবে, সে নিয়েও মতামত প্রকাশ করা উচিত নয় বলেই মনে করেন স্কুল কর্তৃপক্ষ।

তবে এল ডোরাডো হাই স্কুলের ওয়েবসাইটে স্পষ্টভাবেই লেখা রয়েছে তাঁর পড়ানোর বিষয় কী কী। শারীরবিদ্যা ও ফিজিয়োলজিরই উল্লেখ রয়েছে তাঁর বিষয় হিসেবে। এর সিলেবাসের মধ্যেই রয়েছে গর্ভাবস্থা ও প্রজনন বিদ্যা। পাশাপাশি সেক্স এডুকেশনও ২০১৬ সালে আইন অনুযায়ী বৈধ ঘোষণা করা হয়। ফলে অভিভাবকদের অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন ডিস্ট্রিক্টের আধিকারিকরা। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি গোপন ভিডিয়োতেই ধরা পড়ে পড়ানোর ঘটনা। ভিডিয়োতে দেখা যায়, শিক্ষিকা পড়ুয়াদের সেক্স টয়ের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করছেন। শুধু তাই নয়, সেগুলি কত সহজে সাধারণ দোকানে কিনতে পাওয়া যায়, সে কথাও জানান তিনি। এছাড়াও, তাঁর আলোচনার মধ্যে উঠে আসে পুরুষদের প্রোস্টেটের কথা। কীভাবে সেটি যৌন আনন্দ পেতে সাহায্য করে, সে কথাও ব্যাখ্যা করেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup