Shardul Thakur equals Don Bradman and Allan Border record with sparkling knock

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ভারতীয় শিবিরের মধ্যমণি হলে, শার্দুল ঠাকুরের (Shardul Thakur) লড়াইও ভোলা যাবে না। ওভালের (The Oval) বাইশ গজে টানা তিনটি অর্ধ শতরান করলেন। এর আগে এই কৃতিত্ব গড়েছিলেন অস্ট্রেলিয়ার (Australia) দুই কিংবদন্তি। তাঁরা হলেন ডন ব্র্যাডম্যান (Don Bradman) ও অ্যালান বর্ডারের (Allan Border)। এই নিয়ে ওভালে টানা তিনটি অর্ধ শতরান করলেন শার্দুল। এর আগে ওভালে টানা তিনটি অর্ধ শতরান করেছিলেন ব্র্যাডম্যান (১৯৩০-১৯৩৪) এবং বর্ডার (১৯৮৫-১৯৮৯)। এবার ৫১ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করলেন ওই দুই কিংবদন্তির রেকর্ড।

এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। তাঁকে নিয়েই লড়াই চালান অজিঙ্কা রাহানে। দুই ব্যাটারই অজি আক্রমণের বিরুদ্ধে দক্ষতা দেখিয়েছেন। তাঁরা শুধু ক্রিজে টিকে থাকাই নয়, বরং সুযোগ পেলেই স্কোরবোর্ডে রানের গতি বাড়িয়েছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়ে গিয়েছিলেন। তবে রাহানে নিজে সেঞ্চুরি করতে পারেননি। ১২৯ বলে ৮৯ করে প্যাট কামিন্সের বলে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসের রয়েছে ১১টি চার এবং ১টি ছয়। শার্দুল ১০৯ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান। ক্যামেরন গ্রিনের বলে তাঁর ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারি। তাঁর ইনিংসে ৬টি চার রয়েছে। 

আরও পড়ুন: Shardul Thakur, WTC Final 2023: ‘ওভালের পিচ আন্ডারপ্রিপেয়ার্ড!’ শার্দুলের বিতর্কিত বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: পরিস্থিতি অনুসারে অস্ট্রেলিয়াই এগিয়ে, সত্যিটা স্বীকার করে নিলেন লড়াকু রাহানে

গত ইংল্যান্ড সফর এই ওভালের মাঠেই দুরন্ত দুই অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল। প্রথম ইনিংসে তিনি ঝোড়ো ৫১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংস তাঁর ব্যাট থেকে এসেছিল ঝাঁ চকচকে ৬০ রান। সেই দুই ইনিংসে বিরাট চাপের মুখ থেকে ভারতকে টেনে তুলতে সক্ষম হয়েছিলেন শার্দুল। আজ, শুক্রবার, ৯ জুনও ফের একবার ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন শার্দুল। তাঁর ৫১ রানের ইনিংসে ভাগ বসালেন ব্র্যাডম্যান ও অ্যালন বর্ডারের কৃতিত্বেও। 

শার্দুল না থাকলে এই ম্যাচে হয়তো ভারতকে ফলোঅনই করতে হত। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল ভারত। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁকে নিয়েই লড়াই চালাচ্ছেন রাহানে। দুই ব্যাটার ঘাতক দেখানো অজি আক্রমণের বিরুদ্ধে শুধু ক্রিজে টিকে থাকা নয়, বরং সুযোগ পেলেই রান করার জন্য চেষ্টা করেছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়েছেন, ভারতের স্কোরবোর্ডও এগিয়েছে দ্রুত গতিতে। রাহানে ও শার্দুলের ১০৯ রানের পার্টনারশিপের দৌলতেই ফলো অন এড়াতে পারে ভারত। শেষমেশ ২৯৬ রানে অল আউট হয় ভারত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে রয়েছে অজিরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)