Summer vacation: গ্রীষ্মের দাবদাহে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে কলকাতার একাধিক বেসরকারি স্কুল

গত সপ্তাহে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়েছে রাজ্য সরকার। তারপরেই কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুল ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেক স্কুল ১৫ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত গরম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি স্কুলগুলি।

শহরের যে সমস্ত স্কুলগুলি গ্রীষ্মকালীন ছুটি ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তাদের মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল,রামমোহন মিশন স্কুল, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, লরেটো হাউস, দ্য বিএসএস এবং বিড়লা ভারতী স্কুল। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং বিএসএস স্পষ্টভাবে নোটিশে উল্লেখ করেছে যে পড়ুয়ারা ১৫ জুন থেকে ক্লাসে উপস্থিত হবে। তবে শিক্ষকরা ১২ জুন থেকে স্কুলে যাবেন।

লা মার্টিনিয়ার ফর বয়েজ অ্যান্ড গার্লস, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, লরেটো হাউস স্কুল ১৫ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ৪ মে খোলার কথা ছিল। সেইমতোই স্কুল চালু হয়েছে। তবে তীব্র গরমের কারণে আপাতত এই স্কুল অনলাইনর ক্লাস শুরু করেছে।

এদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আগামী সোমবার থেকে শুক্রবার দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অনলাইনে ক্লাস হবে। ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল ১৫ জুনের আগে দুদিন অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিলেবাস শেষ করার জন্য অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিপিএস মেগাসিটি বিজ্ঞপ্তি জারি করে ১৩ ও ১৪ জুন অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্কুলে ১৫ জুন থেকে অফলাইনে ক্লাস শুরু হবে। শহরের কিছু স্কুল রয়েছে যেগুলি এখনও আবহাওয়ার উপর নজর রাখছে। বিড়লা হাই স্কুল, সুশীলা বিড়লা গার্লস স্কুল এবং লক্ষ্মীপত সিংঘানিয়া অ্যাকাডেমি। লক্ষ্মীপত সিংঘানিয়া একাডেমির ডিরেক্টর মীনা কাক বলেন, ‘আবহাওয়ার ওপর আমরা নজর রাখছি। আগামীকাল এনিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। শিক্ষায়তন, আচার্য তুলসি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের মতো স্কুলগুলি স্বাভাবিক ক্লাস পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। মডার্ন হাইস্কুল, ফিউচার ফাউন্ডেশন স্কুল, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ১৫ জুনের পরে আবার ক্লাস চালু করবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup