WTC Final 2023: ক্রমশই চাপ বাড়ছে ভারতের, চতুর্থ দিনের লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ২০১/৬

<p><strong>লন্ডন: </strong>চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুটা দুর্দান্তভাবে করলেও, ভারতীয় বোলাররা তার লাভ তুলতে ব্যর্থ। লাঞ্চের আগেই দু’শো রানের গণ্ডি পার করে ফেলল অস্ট্রেলিয়া। লাঞ্চে অজিদের স্কোর ২০১/৬। বর্তমানে অস্ট্রেলিয়া ৩৭৪ রানে এগিয়ে রয়েছে।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা" href="https://bengali.abplive.com/lifestyle/diabetes-medicine-metformin-after-sars-cov-2-infection-reduces-long-covid-risk-says-lancet-984452" target="_self">লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা</a></strong></p>