WTC Final 2023: Australia On Top, Leads By 196 Runs At The End Of 2nd Session On Day 3

লন্ডন: ২৯৬ রানে অল আউট হওয়ার পর,টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) দ্বিতীয় ইনিংসে বল হাতে ভারতীয় দল (IND vs AUS) শুরুটা ভালই করেছিল। মাত্র ১ রানেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। চা বিরতির আগে অস্ট্রেলিয়ার আরও এক, দুইটি উইকেট নিতে পারলে হয়তো ভারতীয় দলের ম্যাচে ফেরার আশা বাড়ত। তবে তেমনটা হয়নি।

উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন অজি ইনিংসের হাল ধরেছেন। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ২৩ রান। অজিরা আপাতত ১৯৬ রানে এগিয়ে। অস্ট্রেলিয়ার হয়ে খাওয়াজা ১৩ ও লাবুশেন আট রানে ব্য়াট করছেন। খাওয়াজা এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলজুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে প্রথম ইনিংসে রান পাননি তিনি। শূন্য রানেই তাঁকে আউট হতে হয়েছিল। তাই এই ইনিংসে বড় রান করে সেই হতাশা দূর করতে তিনি যে বদ্ধপরিকর হবেন, তা বলাই বাহুল্য।

অপরদিকে, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর ব্যাটার লাবুশেনও কিন্তু প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ হন। তিনি ২৬ রানে সাজঘরে ফিরেছিলেন। তাই তিনিও বড় ইনিংস খেলতে চাইবেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার লিড দুইশো ছুঁই ছুঁই। তাঁরা আপাতত ১৯৬ রানে ম্যাচে এগিয়ে রয়েছেন। তৃতীয় সেশনের শুরুতেই ভারতীয় দল যদি এই তারকাকে দ্রুত সাজঘরে ফেরাতে না পারে, তাহলে ভারতের চাপ কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে। ভারতীয় বোলাররা কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলেরই নজর থাকবে।

তবে সেশনের শুরুটা ভারতীয় ব্যাটাররা তেমনভাবে করতে পারেননি। সেশনের শুরুতেই অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও শার্দুল ঠাকুরের (Shardul Thakur) শতরানের পার্টনারশিপ ভেঙে ফেলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। স্ট্রেলিয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলল ভারত। ২৯৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই সাজঘরে ফেরত পাঠান প্যাট কামিন্স (Pat Cummins)। সেট রাহানে কামিন্সের বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই ৮৯ রানে গালিতে ধরা দেন। এক হাতে লাফিয়ে দুরন্ত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। অজি অধিনায়ক লাঞ্চের আগেও দুরন্ত বোলিং করছিলেন। একাধিকবার দুই ব্যাটারকেই বিট করেন কামিন্স। তিনিই শেষমেশ অজিদের সাফল্য এনে দিলেন। তিনিই শার্দুল-রাহানের ১০৯ রানের পার্টনারশিপ ভাঙলেন। রাহানে আউট হওয়ার পর ভারতীয় দলের শেষ আশা ছিলেন শার্দুল ঠাকুর। রাহানে নিজের শতরান হাতছাড়া করলেও, শার্দুল কিন্তু নিজের মাইলফলক হাতছাড়া করেননি।

তিনি চার মেরে নিজের অর্ধশতরান পূরণ। তবে আর তিনি নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। অর্ধশতরান করার পরের ওভারেই ক্যামেরন গ্রিনের বলে আউট হন। গ্রিন মহম্মদ সিরাজকে আউট করলেও, রিভিউয়ের মাধ্যমে সেই সিদ্ধান্ত বদল করা হয়। তবে তিনি জীবনদান পেলেও, ভারতের ইনিংস বেশিদূর এগোয়নি। সিরাজ জীবনদান পাওয়ার দুই রান পরেই শামি স্টার্কের বলে ১৩ রানে আউট হন। উমেশ যাদবও পাঁচ রানের বেশি করতে পারেননি। অজিদের হয়ে অধিনায়ক প্যাট কামিন্সই সর্বাধিক তিন উইকেট নেন।

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা ‘ট্যুরিস্ট স্পট’ থেকে, রইল ৮ ‘অফবিট’ সন্ধান