Chandrayaan 3 launch: জুলাইয়েই চন্দ্রযান ৩ পাড়ি দেবে চাঁদে, কোথায় অবতরণ করবে? জানালেন ইসরো অধিকর্তা

আগামী মাসেই চাঁদে পাড়ি দিতে চলেছে ইসরোর তৈরি নয়া মহাকাশযান চন্দ্রযান ৩। চাঁদে ভারতের নয়া রোভার পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানান ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অব স্পেসক্র্যাফ্ট মিশনের (এসএমপিওএস-২০২৩) অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। চন্দ্রযানের এই রোভারই চাঁদের উপর ভ্রমণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। সেই তথ্য পাঠাবে ইসরোকে। ২০১৯ সালে চাঁদে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে রোভারটি ঠিকমতো ল্যান্ড করতে পারেনি। ফলে পুরো অভিযানই ব্যর্থ হয়। তবে চন্দ্রযান ৩-এর এই অভিযানকে পরিকল্পনা করা হয়েছে পুরোপুরি চন্দ্রযান ২-এর মতো করেই। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ওই দুর্ঘটনা ঘটে।‌ অটোমেটিক সফট ল্যান্ডিং করার কথা ছিল বিক্রম ল্যান্ডারের। কিন্তু চাঁদের পিঠে আছড়ে পড়ে সেটি। এর ফলেই নষ্ট হয়ে যায় রোভারের অংশ।

আরও পড়ুন: ওষুধের দাম নিয়ে কড়া নির্দেশ কেন্দ্রের, ডায়াবিটিস-সহ আর কী কী ওষুধ এই তালিকায়

আরও পড়ুন: মুখে দুর্গন্ধ থেকে কোষ্ঠকাঠিন্য, কালপ্রিট এক বিশেষ খাবার, বেশি খাচ্ছেন না তো

এই দিনে অনুষ্ঠানে এসে সোমনাথ জানান, উৎক্ষেপনের সময় চলেই এসেছে। ইতিমধ্যেই স্যাটেলাইটটি ইউ আর স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে আসা হয়েছে। রকেটের ধরন হল এলভিএম ৩ অর্থাৎ লঞ্চ ভেহিকল মার্ক ৩ প্রকৃতির। অন্যদিকে এইগুলির সংযুক্তিকরণ প্রক্রিয়া পুরোদমে চলছে বলে জানান তিনি। চলতি মাস অর্থাৎ  জুনের শেষেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এরপরেই জুলাইয়ের শুরুতে চন্দ্রযান ৩ কে জোড়া হবে তার সঙ্গে। অবশেষে জুলাইয়ের মাঝামাঝি উৎক্ষেপণের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে চন্দ্রযান ৩।

কোন পথে যাবে চন্দ্রযান ৩? সোমনাথের কথায়, চন্দ্রযান ২-এর পথ ধরেই এগোবে নয়া মহাকাশযান। কারণ ওই পথ ধরে ইতিমধ্যেই যাওয়া হয়েছে। ফলে ওই পথটা চেনা। একইসঙ্গে এও জানান, কোনও সমস্যাজনক পরিস্থিতি হলে, পরে পরিকল্পনাতে বদলও আনা হতে পারে। এছাড়াও চন্দ্রযান ২-এর জায়গাতেই অবতরণ করবে রোভারটি। শেষবার গতির সমস্যায় রোভারটি ক্র্যাশ ল্যান্ড করে চাঁদের পিঠে। একেবারে শেষ ধাপে এসে ল্যান্ডারের ব্রেক ঠিকমতো কাজ করেনি। ফলে গতির ভুলেই চাঁদের পিঠে আছড়ে পড়ে সেটি।‌‌ আপাতত, ২০১৯ সালের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৪ বছর। ২০২৩ সালে চন্দ্রযান ৩-এর সাফল্য দেখতেই মুখিয়ে রয়েছে সবাই।