Cheapest internet rates-সবচেয়ে সস্তা ইন্টারনেটে তিন নম্বরে ভারত, কত খরচ বাংলাদেশ ও পাকিস্তানে?

সময়ের সঙ্গে বিশ্বজুড়ে এখন ইন্টারনেটের গুরুত্ব দ্রুত হারে বাড়ছে। ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তির অ্যাক্সেস তাই প্রতিটি দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বিভিন্ন দেশে ডেটার দাম, হার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। আর সেই দিক দিয়েই এগিয়ে ভারত। বিশ্বে সবচেয়ে সস্তা ডেটা মেলে ভারতে। এই বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এক সাম্প্রতিক গবেষণায় বিভিন্ন দেশে সাধারণ মোবাইল ডেটা খরচের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই সমীক্ষায় বিশ্বব্যাপী মোবাইল ডেটা পরিষেবার মূল্য এবং অ্যাক্সেসেবিলিটির বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে। তাতে সমস্ত দেশের বর্তমানে ডেটার হার রয়েছে। সব দেশের মধ্যে ভারতেই জিবি প্রতি সবচেয়ে সস্তায় ডেটা মেলে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অফিসের টুইটার পেজ থেকে এই পরিসংখ্যানের একটি গ্রাফিক্স টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী @narendramodi-র নেতৃত্বে আজ ভারতে প্রতি জিবি ইন্টারনেট ডেটার খরচ ১০ টাকারও কম। এর ফলে সকলেরই সাধ্যের মধ্যেই ইন্টারনেটের অ্যাকসেসেবিলিটি রয়েছে।’

টুইটে আরও বলা হয়েছে, ‘এটি সম্ভবত বিশ্বে ডেটার সবচেয়ে সস্তার ডেটার দর।’

সম্প্রতি ফার্স্টপোস্টের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের তৃতীয় সর্বনিম্ন ডেটার দর ভারতে।

বিশ্বের সবচেয়ে সস্তায় ডেটা মেলে যে ১০টি দেশে (ডেটার দাম মার্কিন ডলারে):

ইজরায়েল: ০.০৪

ইতালি: ০.১২

ভারত: ০.১৭

ফ্রান্স: ০.২৩

উরুগুয়ে: ০.২৭

বাংলাদেশ: ০.৩২

পাকিস্তান: ০.৩৬

তুরস্ক: ০.৩৯

চীন: ০.৪১

ডেনমার্ক: ০.৪৩

মোবাইল ডেটার হার বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে আলাদা। ১ GB ডেটার জন্য ইজরায়েলে গড় খরচ মাত্র ০.০৪ ডলার (প্রায় ৩.২৯ টাকা)। এদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সেন্ট হেলেনাতে ডেটার দর সবচেয়ে বেশি। সেখানে ১GB ডেটার জন্য সর্বোচ্চ গড় খরচ ৪১.০৬ মার্কিন ডলার (প্রায় ৩,৩৭৬ টাকা)।