Digital payment world ranking: ডিজিটাল পেমেন্টের নিরিখে বিশ্বের শীর্ষে ভারত, নেপথ্যে কী কারণ

অনলাইন পেমেন্টের নিরিখে সারা বিশ্বে প্রথম স্থান দখল করল ভারত। সরকারি পোর্টাল মাইগভইন্ডিয়াতে সেই তথ্যই জানাল কেন্দ্র। সারা বিশ্বে যে পাঁচটি দেশ অনলাইন পেমেন্টের নিরিখে শীর্ষে রয়েছে, তাদের শীর্ষে রয়েছে ভারতের নাম। ২০২২ সালে ৮৯.৫  মিলিয়ন লেনদেন হয়েছে সারা দেশে। আর এই পরিসংখ্যানই ভারতকে পৌঁছে দিয়েছে শীর্ষের তালিকায়। তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, সারা বিশ্বে গত বছর যে পরিমাণ অনলাইন লেনদেন হয়েছে, তার সিংহভাগেই রয়েছে ভারতের কৃতিত্ব। মোট অনলাইন পেমেন্টের ৪৬ শতাংশই ভারতের নাগরিকরা করেছেন। শুধু তাই নয়, প্রথম পাঁচে ভারতের যে চারটি দেশ রয়েছে তাদের থেকেও অনেকটাই এগিয়ে ভারত।

আরও পড়ুন: ওষুধের দাম নিয়ে কড়া নির্দেশ কেন্দ্রের, ডায়াবিটিস-সহ আর কী কী ওষুধ এই তালিকায়

আরও পড়ুন: মুখে দুর্গন্ধ থেকে কোষ্ঠকাঠিন্য, কালপ্রিট এক বিশেষ খাবার, বেশি খাচ্ছেন না তো

প্রসঙ্গত, তালিকায় ভারতের পরে রয়েছে ব্রাজিল। সে দেশে মোট লেনদেন সংখ্যা ২৯.২ মিলিয়ন। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা চিনে লেনদেন হয়েছে ১৭.৬ মিলিয়ন। চতুর্থ স্থানে ১৬.৫ মিলিয়ন লেনদেনের পরিসংখ্যান নিয়ে রয়েছে থাইল্যান্ড। তালিকায় পঞ্চম হয়েছে ৮ মিলিয়ন লেনদেন করা দক্ষিণ কোরিয়া। পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে পরের চারটি দেশে মোট লেনদেন হয়েছে ৭১.৩ মিলিয়ন। অর্থাৎ চারটি দেশও মোট মিলিয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই দিন মাইগভইন্ডিয়ার টুইটার প্রোফাইল থেকে একটি টুইটও করা হয়। তার ক্যাপশনে লেখা হয়েছে, ভারত ডিজিটাল পেমেন্টের নিরিখে শীর্ষস্থান অর্জন করেছে। নগদহীন অর্থনীতি গড়তে বিভিন্ন উদ্ভাবনী প্রক্রিয়ার সাহায্যে দেশের বিশাল এলাকায় ডিজিটাল পেমেন্ট ছড়িয়ে পড়েছে। 

প্রসঙ্গত, মাইগভইন্ডিয়া নাগরিকদের জন্য তৈরি একটি বিশেষ পোর্টাল। এখানে তৃণমূল স্তরের বিভিন্ন কাজেরও হদিশ পাওয়া যায়। এছাড়াও, পোর্টালটিতে ‘সুরাজ্য’ প্রকল্পটির জন্য কাজ করার সুযোগও রয়েছে। এই প্রকল্পে খুব প্রাথমিক স্তর থেকে তথ্য সরবরাহ করা যায়। ডিজিটাল পেমেন্টে ভারতের শীর্ষে থাকার কথা বছরের প্রথমেই ইঙ্গিত দেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে সেই সময় তিনি বলেন ভারতের গ্রামীণ ব্যবস্থাও ডিজিটাল পেমেন্টের হাত ধরে বদলে যাচ্ছে। এছাড়াও, তিনি বলেছিলেন, ভারতেই একমাত্র মোবাইলের ইন্টারনেট সবচেয়ে কম দামে পাওয়া যায়। ফলে তারও একটি ভূমিকা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।