Fraud: ‘আমরা অভিষেকের ব্যক্তিগত সচিব, টেন্ডার না পেলে…’ রেলকর্তাকে হুমকি, গ্রেফতার ২

রেলের কাজের বরাত পেতে অভিনব কৌশল নিয়েছিল দুই ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হল না। দুজনকেই ধরে ফেলেছে পুলিশ। একজন বিভাস সরকার ও অপরজন বিশ্বনাথ সরকার। তারা দুজনেই নিজেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে রেলকর্তাদের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ফোনের পাশাপাশি ইমেল করেও এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এই হুমকি পাওয়ার পরেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

এরপর ফোন ও ইমেলের সূত্র ধরে পুলিশ ফাঁদ পাতে। তারপরই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিভাস সরকারের বাড়ি কলকাতার হরিদেবপুরে। শুক্রবারই তাকে গ্রেফতার করা হয়। আর বিশ্বনাথ সরকারের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডিহিতে। তাকে শনিবার গ্রেফতার করা হয়েছে। সাঁওতালডিহির অপর এক বাসিন্দা তুলসীদাস সরকারকেও গ্রেফতার করেছে পুলিশ। বিভাসের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ এই বিভাসই ফোন করে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল বলে অভিযোগ। 

তবে বাস্তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক রয়েছে বা যোগাযোগ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু প্রাথমিকভাবে তেমন কিছু পাওয়া যায়নি। মূলত টেন্ডার পাওয়ার জন্যই তারা এই পথ নিয়েছিল। 

টেন্ডার না পেলে ভয়াবহ পরিণতি হবে বলে ফোন করা হয়েছিল বলে অভিযোগ। বিভাস সরকার নামে ওই ব্যক্তি এই ফোন করেছিলেন বলে অভিযোগ। সব মিলিয়ে রেলের টেন্ডার ছিল ৫ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ২০৩ টাকার। সেই টেন্ডার পেতে মরিয়া হয়েই তারা এই কাজ করেছিল বলে অভিযোগ। এমনকী  পূর্ব রেলের জেনারেল ম্যানজারকে ইমেল করেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে দেখা যায় সেটা বিশ্বনাথ সরকারের ইমেল আইডি। তবে এই হুমকি চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতরা তাদের এই অসাধু কাজের কথা কার্যত স্বীকার করে নিয়েছে।