কলকাতা হাইকোর্টে সশরীরে উপস্থিত শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মামলার শুনানি চলছে

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে ৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। মনোনয়ন পর্ব শেষের তারিখ ১৫ জুন করা হয়েছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আজ, সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাস বসার আগেই সেখানে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ তিনি মামলা করেন ঠিকই। কিন্তু নিজে খুব একটা আসেন না। তাঁর আইনজীবী সবকিছু সামলায়। সেখানে স্বয়ং তিনি উপস্থিত হওয়ায় আলোচনা শুরু হয়েছে।

এদিকে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে পা রাখতেই দেখা যায় তরুণজ্যোতি তিওয়ারি–সহ বেশ কয়েকজন বিজেপির আইনজীবী তাঁকে এজলাসের দিকে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। সেখানে মনোনয়নের দিন বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। আর পাল্টা রাজ্য নির্বাচন কমিশন এই বিষয়ে আইনের বইয়ের পাতা খুলে দেখিয়েছেন। সুতরাং টানটান সওয়াল–জবাব চলছে।

অন্যদিকে এজলাসে চুপচাপ বসে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তিনিই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার অন্যতম মামলাকারী। বিরোধী দলনেতার মূল দুটি বক্তব্য। এক, মনোনয়নের সময় বাড়ানো। দুই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করা হোক। সেখানে কলকাতা হাইকোর্টও মনোনয়নের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের আর্জি জানিয়েছে কংগ্রেসও। সেই পিটিশন জমা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। যদিও অধীর চৌধুরী এদিন আদালতে আসেননি।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা হাইকোর্ট প্রস্তাব দিলেও এখনও চূড়ান্ত রায় দেয়নি। তবে একটা রায় আজ দেবে বলেই মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে সাধারণত দেখা যায় তাঁর মিটিং–মিছিল অনুমতি না পেলে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাতে তিনি ভাল ফলও পেয়েছেন। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানিতে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও দু’‌দিন আগে বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভরা এজলাসে বিজেপি–কংগ্রেসকে ৫০ শতাংশ প্রার্থীর নাম জমা করতে বলেছিলেন। তা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। কারণ বিরোধীরা তা পারেননি। এবার দেখা যাক আজ কি হয়। গত কয়েক মাসে হাইকোর্টের অনুমতি পেয়ে বেশ কিছু সভাও করেছেন বিরোধী দলনেতা।