Mihilal Sheikh: বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন বগটুইে স্বজনহারা মিহিলালের ভাইপো ও তাঁর স্ত্রী

বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়তে সোমবার মনোনয়ন জমা দিলেন বগটুইতে স্বজনহারা মিহিলাল শেখের ভাইপো ও তাঁর স্ত্রী। মিনিহাল নিজের তাদের নিয়ে এসে মনোনয়ন জমা দেন। তাঁর সঙ্গে এ দিন আরও এক ব্যক্তি বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছে।

এদিন সকালে রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন তাঁরা। রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তাঁরা। পরে সাংবাদিকদের মিহিলালাল বলেন,’আমার ভাইপো এবং ভাইপোর স্ত্রী পঞ্চায়ত সমিতিতে মনোনয়ন জমা দিল। আরও কয়েকজন মনোনয়ন জমা দিয়েছে। আমি সোমবার থেকে অনেককেই এনে আমি মনোনয় জমা দেওয়াচ্ছি। মূলত সংখ্যালঘুদের মনোনয়ন জমা করাচ্ছি।’

কেন বিজেপি হয়ে মনোনয়ন? এই প্রশ্নের উত্তরে মিহিলাল বলেন, ‘সরকার দুর্নীতিতে ডুবে গিয়েছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে চাই।’

এ নিয়ে বিজেপি স্পষ্ট করে কিছু বলতে চায়নি। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,’ওনারা মনোনয়ন জমা দিয়েছেন। প্রতীক বণ্টক হোক। তা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।’

তৃণমূল মিহিলাল শেখের বিজেপি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি কথায়,’রাজ্য সরকার বগটুই স্বজনহারাদের সব কিছু দিয়েছে। সব সুবিধা পেয়ে এখন ওঁরা বিজেপি হয়েছেন।’

প্রসঙ্গত গত বছর ২১ মার্চ বগটুই মোড়ে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই দিন রাতে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগ্নিদগ্ধ হয়ে মারা যান মিহিলালের পরিবার ও আত্মীয় মিলিয়ে মোট ৯জন।

ঘটনার এক মাস পর থেকে প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন মিহিলাল। কিছুদিন আগে মিহিলালের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাড়িতে ‘মন কি বাত’ দেখানোর আয়োজন করেছিল বিজেপি। এ বার তিনিই আত্মীয়দের সঙ্গে নিয়ে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়াচ্ছেন।