Panchayat poll-মনোনয়নে গতি বাড়াতে নির্দেশ দিলেন অভিষেক, দক্ষিণের তালিকায় অনুমোদন – Panchayat poll

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তার পর থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। তবে সর্বত্র এখনও হয়নি। এই মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই সময়সীমা বাড়বে নাকি একই থাকবে সেটা ঠিক হয়নি। তবে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বিচারপতি। এই আবহে এবার মনোনয়ন প্রক্রিয়ায় গতি আনতে চান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে বারাসাত কাছারি ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে করেন তিনি। সেই বৈঠকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দেন।

এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে মোট ৮৫টি জেলা পরিষদ আসন, ২৯টি পঞ্চায়েত সমিতি এবং ৩১০টি গ্রাম পঞ্চায়েত। এসব আসনে প্রার্থী ঠিক করা ছিল না বলে মনোনয়নের গতি শ্লথ হতে শুরু করে। তাই রবিবার রাতে তড়িঘড়ি বসে প্রার্থী চূড়ান্ত করে দিলেন তিনি। এখানে এখনও নবজোয়ার এসে পৌঁছয়নি। ফলে গোপন ব্যালটে প্রার্থীদের এসেছিল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তবে সব শেষে এই জেলায় আসবেন তিনি। এই প্রার্থী ঠিক করে দেওয়ার পর থেকে তিনি মনোনয়নে জোর দিতে নির্দেশ দেন বলে সূত্রের খবর। আজ, সোমবার থেকে দলীয় প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েতে নিজেদের মনোনয়ন জমা দিতে পারেন তার জন্যই তড়িঘড়ি এই উদ্যোগ।

অন্যদিকে ৬০ হাজার প্রার্থীতালিকা প্রকাশ হতে পারে ১৪ জুন। আর তার সঙ্গে সঙ্গেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন যদি মনোনয়ন জমার সময় বাড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট তাহলে আরও ভাল হবে শাসকদলের। আইপ্যাক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে। সেটাই জেলায় জেলায় পৌঁছে যাবে। আর তারপরই একে একে সবাই মনোনয়নপত্র জমা দিতে শুরু করবেন। গোঁজ প্রার্থীর কাঁটা, দলের অন্দরেই ক্ষোভ এসব অনেকটা কাটিয়ে ওঠা গিয়েছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে। তারপর তৈরি হচ্ছে প্রার্থী তালিকা। তবে অসন্তোষ এরপরেও থাকতে পারে।

আর কী জানা যাচ্ছে?‌ ইতিমধ্যেই আগামী ৮ জুলাই একদফাতেই পঞ্চায়েত নির্বাচন হবে। রাজ্য সরকার তেমনই চান। মনোনয়ন জমা শুরু হয় ৯ জুন থেকে। তবে এই নিয়ে আপত্তি আছে বিজেপি–কংগ্রেসের। তাই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। আজ, সোমবার তার শুনানি শুরু হয়েছে। সেখানে মনোনয়নের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ঘোষণা অনুযায়ী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার কথা প্রার্থীদের। আর ২০ জুন মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। ভোটগণনা ১১ জুলাই বলে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন সেই মামলার প্রেক্ষিতে মনোনয়নের সময়সীমা বেড়ে যেতে পারে।