Thakurnagar incident: ঠাকুরনগরের ঘটনায় ২জোড়া মামলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা পুলিশেরও

কাজে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল ঠাকুরনগর থানার পুলিশ। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। তার জেরে এলাকা এখনও থমথমে। অন্য দিকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বিএমওএইচ। রবিবারের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর বাড়ি আসাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত ছিল এলাকা। মন্দির ঘিরে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সভ্যরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। অন্য দিকে তৃণমূল সাংসদকে স্বাগত জানানোর জন্য সাজানো হয়েছিল এলাকা, মন্দির চত্বর। অভিষেক মন্দিরে যাওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পরে মতুয়াদের দু’পক্ষ। অভিষেক মূল মন্দিরে ঢুকতে না পেরে ছোট মন্দিরে পুজো দিয়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। শান্তনুপন্থী বেশ কয়েকজন মতুয়া আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের দাবি তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

উত্তেজনা ছড়ায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালেও। সেখানেও গণ্ডগোল বাধে দুপক্ষে মধ্যে। পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশে সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এই ঘটনায় কাজে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন গাইঘাটার বিএমওএইচ। এছাড়াও আরও দু’টি মামলা হয়েছে।

(পড়তে পারেন। বিজেপির দুই সাংসদকে সতর্ক করা হল, দলের গাইডলাইন না মানায় কড়া বার্তা)