Wrestlers’ Proof against Brij Bhushan: ব্রিজভূষণের বিরুদ্ধে ভিডিয়ো তথ্যপ্রমাণ পেশ যৌন হেনস্থার শিকার ৪ কুস্তিগিরের

কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অডিয়ো, ভিডিয়ো তথ্যপ্রমাণ পেশ করলেন চার কুস্তিগির। এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে নাবালিকা কুস্তিগির পরবর্তীতে পালটি খান এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। এরই মধ্যে পুলিশ নাকি হেনস্থার শিকার কুস্তিগিরদের থেকে তথ্যপ্রমাণ চেয়েছিল। এই আবহে রবিবার চার কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে ভিডিয়ো তথ্যপ্রমাণ পেশ করেছেন বলে জানা গিয়েছে। এই আবহে ব্রিজভূষণকে এই যৌন হেনস্থার মামলায় মূল অভিযুক্ত করার জন্য ‘ইন্ডাইক্টমেন্ট’ ফাইল করতে চলেছে।

এর আগে সিআরপিসি ৯১ নং ধারা অনুযায়ী বিশেষ তদন্তকারী দল ৬ কুস্তিগিরকে তলব করেছিল। গত ৫ জুন সেই কুস্তিগিররা হাজিরা দিয়েছিল পুলিশের সামনে। পুলিশের বক্তব্য, এই ধরনের মামলায় অভিযোগ প্রমাণ করার দায় হয় তদন্তকারী সংস্থার ওপরে। তাই তারা যেকোনও তথ্যপ্রমাণ সংগ্রহ করতে চাইছে। এই পরিস্থিতিতে ৬ অভিযোগকারী কুস্তিগিরকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তাঁদের অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণ পেশ করার জন্য। এর মধ্যে ৪ জন অডিয়ো, ভিডিয়ো তথ্যপ্রমাণ পেশ করেছেন পুলিশের কাছে। এদিকে কুস্তিগিরদের প্রমাণ পেশ করার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় কেন দেওয়া হল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও পুলিশের বিরুদ্ধে এই তদন্তে গড়মসি করার অভিযোগ ওঠে। প্রথমে তো এফাইআর-ও নেয়নি পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত এফআইআর নিয়েছিল পুলিশ।

এদিকে সম্প্রতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গোন্দা, লখনউ এবং অযোধ্যায় গিয়ে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের অধীনে কর্মরত কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলছে। গোন্দায় ব্রিজভূষণের বাড়িতেও গিয়েছে পুলিশ। সেখানে ব্রিজভূষণের আত্মীয়, কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এদিকে লখনউ এবং অযোধ্যা গিয়েও ব্রিজভূষণের বর্তমান এবং প্রাক্তন সহযোগীদের সঙ্গে কথা বলে পুলিশ। তাছাড়া কুস্তি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন বেশ কিছু কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।