Brijbhushan Case: ব্রিজভূষণ মামলায় ৫ দেশের কাছে আয়োজিত টুর্নামেন্ট ঘিরে কিছু তথ্য জানতে চাইল দিল্লি পুলিশ, কোন পথে তদন্ত

দেশের রেস্টলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন দেশের কুস্তিগীররা। তাঁর বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের ওপর শ্লীলতাহানির নানান অভিযোগে দায়ের হয়েছে এফআইআর।  সেই এফআইআরএর সাপেক্ষে বিশ্বের পাঁচ দেশের থেকে তথ্য নিতে সেই দেশগুলিতে চিঠি পাঠাল দিল্লি পুলিশ।

ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান থেকে তথ্য চেয়েছে পুলিশ। উল্লেখ্য, এই দেশগুলিতেই ওই মহিলা কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণ সিং অশালীন ব্যবহার করেছেন, নানান টুর্নামেন্টের ফাঁকে, বলে অভিযোগ। সেই অভিযোগে দায়ের হয়েছে এফআইআর। আর সেই এফআইআর ঘিরেই তথ্য চেয়ে এই দেশগুলির দ্বারস্থ হয়েছেন ব্রিজভূষণ। যে টুর্নামেন্টগুলি ঘিরে এই অভিযোগ রয়েছে, সেখান থেকে ভিডিয়ো, ফটো, সিসিটিভি ফুটেজ সম্পর্কে বিশেষ কিছু তথ্য দিল্লি পুলিশ চেয়েছে বলে খবর। উল্লেখ্য, ১৫ জুনের মধ্যে এই মামলার চার্জশিট পেশ হওয়ার কথা। ফলে যে পাঁচ দেশ থেকে এই তথ্য জানতে চাওা হয়েছে, সেখানের তথ্যের বিস্তারিত সম্ভবত ১৫ জুনের আগে প্রকাশ্যে আসবে না বলেই খবর। মনে করা হচ্ছে, বিদেশের মাটি থেকে তথ্য আসার পরই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। গোটা বিষয়টি নিয়ে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এদিন পর্যালোচনাধর্মী বৈঠকে বসেন। তাঁর সঙ্গে দিল্লি পুলিশের পদস্থ কর্তারা ছিলেন। জানা গিয়েছে, বৈঠকে পুলিশ প্রধান প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে কিছু আলোচনা করেছেন, সঙ্গে তথ্য প্রমাণ ঘিরেও হয়েছে আলোচনা। উল্লেখ্য, প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই ঘটনার সময় সেখানে ছিলেন বলে খবর। এদিকে, ব্রিজভূষণ দাবি করেছেন, তিনি এই তারিখগুলিতে ঘটনাস্থলে ছিলেনই না।

বুলগেরিয়ায় যে ঘটনা ঘটেছে, সেখানে মহিলা কুস্তিগীর বলেছেন, তাঁকে ব্রিজভূষণ ডেকে পাঠিয়েছিলেন, তাঁর কাছে। এরপর মহিলা যেতেই তাঁর শ্বাস প্রশ্বাস যাচাই করার নাম করে তাঁর শার্ট তুলতে শুরু করেন ব্রিজভূষণ। কাজাখস্তানের টুর্নামেন্টে ব্রিজভূষণ আরও এক মহিলা কুস্তিগীরকে জোর করে জড়িয়ে ধরেন বলে অভিযোগ রয়েছে। কিরঘিজস্তানের টুর্নামেন্টেও ব্রিথরেট চেক করার নামে ব্রিজভূষণ এক মহিলা কুস্তিগীরের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ছিল। সব মিলিয়ে এই সমস্ত অভিযোগ, খতিয়ে দেখতেই এই ৫ দেশে পাঠানো হয়েছে চিঠি।