DCGI ban on Paracetamol: প্যারাসিটামলের এই ডোজে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের, তালিকায় আরও বেশ কিছু ওষুধ

১৪টি নির্দিষ্ট ডোজ সংমিশ্রণকে ভারতে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। চিকিৎসার সময় এই ওষুধগুলির কোনওরকম ন্যায্য প্রভাব ছিল না। তাই আর কোনওভাবেই এগুলি উৎপাদন, বিক্রি ও বন্টন করা যাবে না। নিষিদ্ধ তালিকার মধ্যে রয়েছে প্যারাসিটামল থেকে ছোটদের কাশির জন্য জনপ্রিয় কাফ সিরাপ। তবে ঠিক কী কারণে এগুলি নিষিদ্ধ করা হল? তার উত্তর বিশদে খুঁজল হিন্দুস্তান টাইমস গোষ্ঠীর সংবাদমাধ্যম লাইভ মিন্ট। 

আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য থেকে গেঁটে বাত, নাভিতে এই ‘সুধা’ ঢাললে সেরে যায় বড় বড় রোগ

আরও পড়ুন: চুইং গাম থেকে কেক, সবেতেই ক্যানসারের বিষ! আপনার খাবারেও কৃত্রিম চিনি নেই তো

প্রথমেই জেনে নেওয়া দরকার নির্দিষ্ট ডোজ সংমিশ্রণ (ফিক্সড ডোজ কম্বিনেশন) বা এফডিসি আদতে কী? এগুলি নির্দিষ্ট রাসায়নিকের মিশ্রণ‌ যা ট্যাবলেট বা সিরাপ তৈরিতে কাজে লাগে। এতে ওষুধের দাম অনেকটাই কমানো যয়। ফলে রোগীরাও চিকিৎসা চালিয়ে যেতে পারে। এইচআইভি বা টিবির মতো বড় রোগেও এফডিসি ব্যবহার করা হয়। ভারতে ইতিমধ্যে এক হাজারেরও বেশি এফডিসি রয়েছে যা দশকের পর দশক ধরে বিক্রি হয়ে আসছে। তবে এগুলিরই কিছু শরীরে খারাপ প্রভাব ফেলে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দেয়। এতে আখেরে শরীরেরই ক্ষতি হয়। পরে আর অন্য ওষুধ কাজ করে না সহজে। এফডিসি বাজারে বিক্রি করতে হলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) থেকে অনুমোদন নিতে হয়‌। সেই অনুমোদন পাওয়া গেলে লাইসেন্সের আবেদন করতে হয় স্টেট লাইসেন্সিং অথরিটিস থেকে। কিন্তু বর্তমানে বাজারে চলতি ওষুধের বেশিরভাগের লাইসেন্স থাকলেও ডিসিজিআই অনুমোদন নেই। এমন ৩৪৪টি ওষুধকে ২০১৬ সালে কেন্দ্র নিষিদ্ধ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ আনে দিল্লি উচ্চ আদালত। পরে সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। 

শীর্ষ আদালত সরকারের একটি দক্ষ কমিটিকে এই ওষুধগুলির গুণমান বিচার করতে নির্দেশ দেয়‌। সেই মাফিক ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ৩২৯টি এফডিসি নিষিদ্ধ হয়। যদিও বাকি ১৫টি, যা ১৯৮৮ সালের আগে অনুমোদন পেয়েছিল, সেগুলি বাজারে উপলব্ধ থাকে‌। নয়া ব্যবস্থায় সেই ১৫টির মধ্যে ১৪টিকে নিষিদ্ধ করা হল। কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির নিষেধাজ্ঞার ফলে বাজারের ৪০-৫০টি সংস্থার উৎপাদনে প্রভাব পড়বে। নিষিদ্ধের তালিকায় রয়েছে নাইমসুলাইড ও প্যারাসিটামলের মিশ্রণ। একইসঙ্গে ছোটদের জনপ্রিয় কাশির সিরাপও সে তালিকায়।