Maitree and Bandhan Express: সাময়িকভাবে বন্ধ হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস, বাংলাদেশের বিশেষ অনুরোধ,জানাল রেল

মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসকে সাময়িকভাবে বাতিল করা হল। রেলের তরফে প্রেস রিলিজে এই খবর জানানো হয়েছে। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের তরফে এনিয়ে অনুরোধ করা হয়েছিল। তারপরই এই ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়। রেল সূত্রে খবর, বাংলাদেশে ইদের উৎসব উপলক্ষ্য়ে এই ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, ১৩১০৯-১৩১১০ কলকাতা -ঢাকা ক্য়ান্টনমেন্টে- কলকাতা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭-১৩১০৮ ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস, ১৩১২৯-১৩১৩০ কলকাতা- খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে- ১৩১০৭ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রি এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৩.০৬, ২৫.০৬, ২৭.০৬, ৩০.০৬ ও ০২.০৭.২০২৩ তারিখে)

১৩১০৮ কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস( জার্নি শুরু হচ্ছে ২৪.০৬, ২৬.০৬, ২৮.০৬, ০১.০৭, ০৩.০৭ তারিখে)

১৩১০৯ কলকাতা ঢাকা ক্য়ান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ( যাত্রা শুরু হচ্ছে ২৩.০৬, ২৭.০৬ ও ৩০.০৬ তরিখে)।

১৩১১০ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ( যাত্রা শুরু হচ্ছে ২৪.০৬, ২৮.০৬ ০১.০৭.২০২৩ তারিখে)।

১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস( যাত্রা শুরু হচ্ছে ২৯.০৬ ২০২৩ তারিখে

১৩১৩০ খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস( যাত্রা শুরু হচ্ছে ২৯.০৬.২০২৩ তারিখে)

রেল সূত্রে খবর, এরপর থেকে এই ট্রেনগুলির স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।

ভারত ও বাংলাদেশের মধ্য়ে যোগাযোগের অন্যতম মাধ্য়ম এই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। দুই দেশের মধ্য়ে কার্যত বিনিসুতোয় মালা গাঁথে এই ট্রেনগুলি। প্রচুর মানুষ এই ট্রেনে চেপে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। সেই ট্রেনই সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশের ইদ উৎসবের জন্যই এই ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত।