Panchayat Election 2023: অভিষেকের ‘নবজোয়ার যাত্রা’র আগেই ধুন্ধুমার ভাঙড়ে, মনোনয়ন ঘিরে তৃণমূল-ISF সংঘর্ষ

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাঙড়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) প্রার্থীরা ভাঙড় ২ নম্বর ব্লক বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল কর্মীদের। ১৪৪ ধারা উপেক্ষা করে চলে বোমাবাজি। সংর্ঘষের সময় গুলি চালানোরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদের গ্যাস ছোড়ে পুলিশ। করা লাঠিচার্জও। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার থেকে ভাঙড় ১ নম্বর ব্লকে ‘নবজোয়ার যাত্রা’ শুরু করবেন অভিষেক। তার আগেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। ঘটনার জন্য পরস্পরের দিকে আঙুল তুলেছে আইএসএফ ও তৃণমূল।

আইএসএফের অভিযোগ, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাদের প্রার্থীর উপর হামলা চালায় তৃণমূল। যদি তৃণমূল এই অভিযোগ মানতে চায়নি। পুলিশ জানিয়েছে, ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এলাকায় নাগাড়ে বোমা পড়তে দেখেছেন।  কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। দুপক্ষের কয়েকজন জখম হয়েছে বলে দুই দল দাবি করেছে। আইএসএফের অভিযোগ, মনোনয়ন জমা দিতে আসাস তাদের কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।

ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শওকত মোল্লার অভিযোগ, ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচি বানচাল করতেই সমাজবিরোধীদের এনে হামলা চালিয়েছে আইএসএফ। তিনি ভাঙড়ের আইএফএফ বিধায় নওশাদ সিদ্দিকির দিকে আঙুল তুলে বলেন, এর জন্য ‘চরম মূল্য’ দিতে হবে। 

(পড়তে পারেন। নেই কেষ্ট, বন্দি তিহাড়ে, বীরভূমে বিজেপিতে যোগ শতাধিক তৃণমূল কর্মীর) 

শওকত মোল্লার এই অভিযোগ উড়িয়ে দিয়ে নওশাদের দাবি,’আমরা যদি অশান্তি করতে চাইতাম তাহলে ২ নম্বর ব্লকে মনোনয়ন জমা দিতাম না। তাহলে ১ নম্বর ব্লকেই দিতাম। তৃণমূলই আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।’ তিনি  এ নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন।

পরিস্থিতির জন্য সাময়িক ভাবে মনোনয়ন জমা বন্ধ হয়ে যায় ভাঙড় ২ নম্বর ব্লক বিডিও অফিসে।