Rohit Sharma, Virat Kohli and some seniors enjoy a month vacation, fresh names in contention for T20 squad

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) কাছে ২০৯ রানে হেরে যাওয়া এখন অতীত। ১০ বছর কেটে গেলেও টিম ইন্ডিয়ার (Team India) ঝুলিতে আইসিসি (ICC) ট্রফি অধরা। এই লজ্জাজনক হার থেকে বিসিসিআই (BCCI) ও ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিক্ষা নেবেন কিনা সেটা সময় বলবে। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour Of West Indies) যাবে ভারতীয় দল। শোনা যাচ্ছে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেললেও, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। সেক্ষেত্রে ২০ ওভারের ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিসিসিআই সূত্র মারফত আরও জানা গিয়েছে, টেস্ট সিরিজের দল থেকে বাদ যেতে পারেন চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara), মহম্মদ শামি (Mohammed Shami), উমেশ যাদবের (Umesh Yadav) মতো সিনিয়ররা।  

ক্যরিবিয়ান সফর শেষ হলেও, আয়ারল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে আইরিশদের বিরুদ্ধেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে সেই সিরিজেও বিশ্রামে থাকবেন বিরাট ও রোহিত। কারণ অগাস্ট-সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে এশিয়া কাপ। এরপর সেপ্টেম্বরে আবার ভারতে এসে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সেই দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলেই অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ। সেইজন্য বিরাট ও রোহিতের মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে তাঁদের ‘ওয়ার্কলোড’ কমাতে চাইছে বিসিসিআই। 

আরও পড়ুন: Sourav Ganguly: বিশ্বজয়ের থেকে আইপিএল জেতা অনেক বেশি কঠিন! সৌরভের বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

আরও পড়ুন: Sourav Ganguly VS Virat Kohli: কেন অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট? মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই প্রধান সৌরভ

অন্যদিকে আইপিএল থেকে উঠে আসা তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। তালিকায় রয়েছে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং ও জিতেশ শর্মা। তবে আফগানিস্তান সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ক্রিকেটাররা প্রায় এক মাসের ছুটি পেতে পারেন বলে খবর। বর্তমানে টিম ইন্ডিয়ার প্রথমসারির ক্রিকেটারদের বিশ্রাম দরকার। আইপিএল শেষ হতেই রোহিত-বিরাটরা চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। এরপর পাঁচদিন টানা ক্রিকেট। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের দাবি তারকা ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি, দুর্বলতা এসেছে। সেটাই দেখা গিয়েছে তাঁদের পারফরম্য়ান্সে। এরমধ্যে আগামি কয়েক মাসে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। শোনা যাচ্ছে তাই একাধিক সিনিয়রদের ছুটি দেওয়া হচ্ছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)