আজ থেকে মনোনয়ন জমা দেবে তৃণমূল কংগ্রেস, দু’‌দিনে বাজিমাত কি সম্ভব?

আজ, বুধবার থেকে সমস্ত পঞ্চায়েতের মনোনয়ন জমা দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্য নির্বাচন কমিশন যেদিন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেছিল সেদিন থেকে মনোনয়ন প্রক্রিয়ায় বিরোধীদের জায়গা ছেড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। যাতে কোনও অভিযোগ তাঁরা করতে না পারেন। তবে তার পরও নানা অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেক বিরোধীদল যখন মনোনয়নপত্র জমা দিতে আসে তখন তাদের হাতে গোলাপ ফুল থেকে শুরু করে ঠাণ্ডা পানীয় জলের বোতল তুলে দিয়েছে। এমনকী চা–পান পর্যন্ত করিয়েছে তাদের। এই সৌজন্যের নজির তুলে ধরতে গিয়ে নিজেদের মনোনয়নপত্রই জমা দেওয়া হয়নি। হাতে বাকি আর দু’‌দিন। তাতে কি সম্ভব হবে?‌

এদিকে শাসকদলের মনোনয়ন এখনও জমা না পড়ায় খুশি বিরোধীরা। তবে তারাও ভাবতে শুরু করেছে দু’‌দিনে তৃণমূল কংগ্রেস বাজিমাত কি করতে পারবে?‌ কারণ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে মনোনয়নের সময়সীমা বাড়ায়নি। সেটা ১৫ জুনই রয়েছে। সেখানে আজ ১৪ জুন। মনোনয়ন জমা দেওয়া শুরু করবে তৃণমূল কংগ্রেস। আর হাতে তারপর থাকবে একটিমাত্র দিন। ত্রিস্তরীয় পঞ্চায়েতে ৭৮ হাজার আসনে তৃণমূল কংগ্রেস এই দু’‌দিনে যদি প্রার্থী দিয়ে দেয় তাহলে সেটা হবে একটা রেকর্ড। আর সেটা হতে চলেছে বলেই দাবি শাসকদলের নেতাদের।

কেমন করে সবটা সামলাবে তৃণমূল কংগ্রেস দু’‌দিনে? অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, প্রার্থী তালিকা তৈরি আছে। এবার শুধু ঝাঁপিয়ে পড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হবে। এই তালিকা গতকাল রাত থেকেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। আজ, বুধবার সকাল থেকে শুধু জমা দেওয়া হবে। হাতে যা সময় আছে তাতে এই দু’‌দিনে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব। কারণ তালিকা তো ঠিক হয়েই গিয়েছে। তবে এই দেরীর কারণ হল, তৃণমূলে নব জোয়ার কর্মসূচি চলছিল। তাই মানুষের পছন্দের প্রার্থী আসতে সময় লাগছিল। এবার সব এসে গিয়েছে। তাই সেই তালিকা হাতে পৌঁছতেই এখন শুরু হবে মনোনয়ন পর্ব।

ঠিক কে, কি বলছেন?‌ তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দেরি হওয়ায় বিরোধীরা এগিয়ে গিয়েছে। আর এতেই খুশি বিরোধী নেতারা। তবে এই বিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‌আমরাও ভাবছি। নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ভয়ে তালিকা প্রকাশ করছে না। দু’‌দিনে কী করে সম্ভব হবে? একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা করতে কম করে ১২ মিনিট সময় লাগে।’‌ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘‌তৃণমূল ভেবেছিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই চটপট মনোনয়ন জমা দেবে। বাকিরা সেটা পারবে না। নব জোয়ার করেও এখন প্রার্থী নেই।’‌ এসবের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌প্রার্থী তালিকা প্রকাশ করার ক্ষেত্রে তাড়া কীসের? ১৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আমাদের লোকজন বসেছেন, প্রার্থী তালিকা ও সিম্বল দেওয়া জন্য। সঠিক সময়ে জমা পড়ে যাবে।’‌