আবার মণীশ জৈনকে তলব করল সিবিআই, পঞ্চায়েত নির্বাচনের আগে সক্রিয় এজেন্সি

এসএসসি দুর্নীতি মামলায় তৎকালিন শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। আর সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে তিনি যাবেন কিনা তা এখনও জানা যায়নি। এখন দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। সেখানে আবার প্রাক্তন শিক্ষা সচিবকে সিবিআই ডেকে পাঠানোয় শোরগোল পড়ে গিয়েছে। এই স্থানীয় নির্বাচন নিয়ে রাজ্যে দামামা বাজলেও কেন্দ্রীয় এজেন্সি যে সক্রিয় সেটার প্রমাণ মিলল এই তলবের মধ্য দিয়ে।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে নতুন করে তলব করা হয়েছে। আগেও মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই। তখন একপ্রস্থ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই আমলাকে। এবার আবার নতুন করে তলব করা হল। কারণ পার্থ চট্টোপাধ্যায় যে তথ্য তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। তার প্রেক্ষিতেই এই তলব বলে মনে করা হচ্ছে। এমনকী কয়েকদিন আগে আদালতে যাওয়ার পথে প্রাক্তন শিক্ষা মন্ত্রী বলেছিলেন, এসএসসি একটি স্বশাসিত সংস্থা। তাই নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীর হাত থাকে না। কারণ মন্ত্রী নিয়োগকর্তা নন। তাহলে এই নিয়োগের পিছনে কাদের হাত রয়েছে?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তলব করা হয়েছে তৎকালিন শিক্ষা সচিব মণীশ জৈনকে। সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। এই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্যান্য সদস্যদের জেরা করেছে সিবিআই। এবার তৎকালিন শিক্ষাসচিবকে ডেকে পাঠানো হল। কেন মেধাতালিকায় স্বচ্ছতা ছিল না?‌ সেটাও জানতে চাওয়া হবে। তাছাড়া উপদেষ্টা কমিটির বেশকিছু নথিপত্রে শিক্ষা সচিবের স্বাক্ষর রয়েছে। তা নিয়েও প্রশ্ন করা হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। আর ইতিমধ্যেই এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে এই হঠাৎ তলব বেশ তাৎপর্যপূর্ণ।

আর কী জানা যাচ্ছে?‌ নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালিন শিক্ষা সচিব মণীশ জৈনকে নতুন করে তলব করতেই আলোড়ন পড়ে গিয়েছে। মণীশ জৈনকে আবার তলব করল সিবিআই। আগামীকাল, বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার কাছে দাবি করেছিলেন, তাঁকে যাবতীয় ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন? উঠছে প্রশ্ন। আর তার উত্তর জানতে চাইছে সিবিআই বলে সূত্রের খবর। এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির কাজের উপর নিয়ন্ত্রণ ছিল কার? এই প্রশ্নেরও উত্তর জানতে চায় সিবিআই।