‘আমাদের থেকে ড্রোন কিনুন,’ মোদী সরকারকে বোঝাচ্ছে USA: রিপোর্ট

‘আমাদের দেশে স্বাগতম। কিন্তু তার আগে আমাদের ড্রোন মেগা-চুক্তিটির বিষয়েও একটু ভাবুন।’

সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর। আর তার আগে নয়াদিল্লিকে এক বড়সড় সামরিক অস্ত্র চুক্তি সারতে চাপ দিচ্ছে জো বাইডেন সরকার। এই চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন সশস্ত্র ড্রোন কেনার কথা ভারতের। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে ওয়াকিবহাল দুই ব্যক্তি সূত্রে মিলেছে এই খবর। আরও পড়ুন: ‘‌মানুষের নিজেরই নিজের পরামর্শ নেওয়া উচিত’‌, পরিবারতন্ত্র নিয়ে মোদীকে কটাক্ষ অভিষেকের‌

ভারত দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় সশস্ত্র ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করছে। কিন্তু নানা কারণে ক্রমেই ‘সিগার্ডিয়ান’ ড্রোনগুলির চুক্তি বারবার পিছিয়ে গিয়েছে। এই বিশাল চুক্তির অঙ্ক ২-৩ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অর্থাত্ ১৭-২৫ হাজার কোটি টাকার আশেপাশে। এর অধীনে আগামী বেশ কয়েক বছর ধরে ভারতকে অত্যাধুনিক সশস্ত্র ড্রোন সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

আগামী ২২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউস সফরের কথা। আর সেই দিনই এই চুক্তি পাকা করে ফেলার বিষয়ে কোমর বেঁধে নামতে পারেন মার্কিন কর্তারা। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

সূত্রের খবর, নরেন্দ্র মোদী ওয়াশিংটনে থাকাকালীন সাঁজোয়া কর্মী বাহকের মতো যুদ্ধাস্ত্র এবং স্থল যানের সহ-উৎপাদন নিয়েও মোদি এবং বিডেন আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

SeaGuardian একটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট সিস্টেম (RPAS)। মূলত সামুদ্রিক অঞ্চলে নজরদারি ও আঘাত হানার জন্য এটি ব্যবহার করা হয়। অর্থাত্ এটিতে একটি ক্যামেরা ও অস্ত্র-সহ রিমোটচালিত ক্যামেরা ভাবতে পারেন।

SeaGuardian সব ধরনের আবহাওয়াতেই প্রায় ৩০ ঘণ্টারও (কনফিগারেশনের উপর নির্ভর করে) বেশি সময় জুড়ে স্যাটেলাইটের মাধ্যমে চালনা করা যেতে পারে। নৌসেনার টহলদারির ক্ষমতা এক লহমায় বাড়িয়ে দেবে এই রিমোটচালিত বিমান। এতে অতি শক্তিশালী মেরিটাইম রাডার, স্বয়ংক্রিয় সনাক্তকরণ ব্যবস্থা, ইলেকট্রনিক অ্যাসিস্ট সিস্টেম এবং একটি স্বয়ংসম্পূর্ণ অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (ASW) মিশন কিট রয়েছে। আরও পড়ুন: ‘ভারত-বিরোধী’ কনটেন্ট! ২ বছরে ১৫০টি YouTube চ্যানেল বন্ধ করেছে কেন্দ্র

হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের মুখপাত্ররা যদিও আলোচনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাননি তাঁরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup