কোন তারকা অলরাউন্ডারকে টেস্ট দলে দেখতে চাইছেন সৌরভ? জানতে পড়ুন/ Want to see Hardik Pandya to play Test cricket, says Sourav Ganguly

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে তিনি অপরিহার্য। তবে টেস্ট ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারছেন না। বিশ্ব টেস্ট ফাইনালেও (ICC World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ল্যাজেগোবড়ে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। এমন প্রেক্ষাপটে মিডল অর্ডারের হাল ধরতে হার্দিককে লাল বলের ক্রিকেটে ফিরে আসার আবেদন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

২০২১ সালের পর ২০২৩। দু’বার আইসিসি বিশ্ব টেস্ট ফাইনালে হারের মুখ দেখল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এমন প্রেক্ষাপটে সৌরভ বলেন, “ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ক্রিকেটার আছে। তারা রানও করছে। কখন তাদের সুযোগ দেওয়া হবে, সেটা স্থির করতে হবে নিজেদেরই। যশস্বী জয়সওয়াল, রজত পাতিদার রয়েছে, বাংলার হয়ে প্রচুর রান করা অভিমন্যু ঈশ্বরণও রয়েছে। শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড় তরুণ ক্রিকেটার। আশা করি হার্দিক শুনছে। আমি দেখতে চাই হার্দিক টেস্ট ক্রিকেট খেলছে।” 

হার্দিক কি আদৌ টেস্ট ক্রিকেটে কামব্যাক করবেন? বিশ্ব টেস্ট ফাইনালের আগে হার্দিককে এই ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আমি অবশ্যই কামব্যাক করব। সঠিক সময় এলে টেস্ট ক্রিকেট আবার খেলতে নামব।”

আরও পড়ুন: Rishabh Pant Health Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষভ, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: MS Dhoni: সিএসকে-তে কি ধোনি জমানা শেষ? ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। এর আগে থেকে অবশ্য টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। সেটা মনে করিয়ে হার্দিক যোগ করেন, “এই মুহূর্তে আমি শুধু সাদা বলের ক্রিকেটে মনঃসংযোগ করছি। সীমিত ওভারের ক্রিকেট খেলে আমার শরীর যদি সঠিক ভাবে সাড়া দেয়, তাহলে অবশ্যই টেস্ট খেলতে নামব।” 

২০১৮ সালের এশিয়া কাপে পিঠে চোট পেয়েছিলেন পান্ডিয়া। ২০২২ সালের গোড়া থেকে তিনি সীমিত ওভারের ক্রিকেটে নিজের সেরা ফর্ম খুঁজে পেয়েছেন। অধিনায়ক হিসেবেও পরিণত হয়ে উঠেছেন পান্ডিয়া। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবারও তাঁর ক্যাপ্টেন্সিতে গুজরাট আইপিএল ফাইনালে পৌঁছেছিল। টি-টোয়েন্টি ফরম্যাটেও দেশকে নেতৃত্ব দিচ্ছেন। চোট সারিয়ে ফেরার পরে টেস্ট ক্রিকেটে আর ফেরেননি তিনি।

২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হার্দিক। মাত্র ১১টি টেস্ট খেলেই তাঁর লাল বলের ক্রিকেটে কেরিয়ার আপাতত থেমে গিয়েছে। রান করেছেন ৫৩২। সঙ্গে রয়েছে ১টি শতরান ও চারটি অর্ধ শতরান। একইসঙ্গে ১৭টি উইকেট নিয়েছেন হার্দিক। এহেন তারকা অলরাউন্ডারকে কি লাল বলের ক্রিকেটে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)