‌ভাঙা বাড়িতে থাকেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী, কেশপুরে দু’‌জনকে মনোনয়ন দিলেন অভিষেক

ভাঙা বাড়িতে থাকেন তাঁরা। আবাস যোজনায় সুযোগ মিললেও তাঁরা নেননি। ফিরিয়ে দিয়েছিলেন কারণ তাঁরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই সুবিধা নিলে দলের নাম খারাপ হবে। তাঁদের লোকে দুর্নীতিগ্রস্ত বলবে। এমন দু’‌জন তৃণমূল কংগ্রেস কর্মীকে নবজোয়ার কর্মসূচির জনসভায় মঞ্চে তুলে প্রশংসা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ওই দুই কর্মীকে মনোনয়ন দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি জিনিস চেয়েছিলেন। এক, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবেন যাঁরা তাঁদের আগেই মানুষের দ্বারা নির্বাচিত হতে হবে। দুই, প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তির হতে হবে। আর তাই কেশপুরের কলাগ্রাম এবং গলার পঞ্চায়েত এলাকার দুই কর্মীকে মনোনয়ন দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা। আজ, বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হোসিরুদ্দিন এবং মঞ্জু দলবেরা কেশপুর এলাকার কলাগ্রাম ও গোলারের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেশপুর ব্লকের দুই কর্মীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দুই সাধারণ কর্মীকে মনোনয়ন দেওয়ায় খুশি এলাকার মানুষ। শেখ হোসিরুদ্দিন পেশায় বাসের হেল্পার হলেও এলাকায় একজন সৎ মানুষ হিসাবেই পরিচিত। আর মঞ্জু দলবেরা গৃহকর্ত্রী হয়েও মানুষের উপকার করে থাকেন। অথচ নিজের মাথায় পাকা ছাদ নেই। তাতেও তিনি মানুষের সুখ দুঃখের সঙ্গী। এঁদের দু’‌জনকেই প্রার্থী করেছেন অভিষেক। যা স্থানীয় স্তরের নির্বাচনে মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়েই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়েছিলেন। স্থানীয় নেতাদের কথা চলবে না বলে জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নীচুতলার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এবার যেন সেই কথাই রাখলেন তিনি। যা দেখে খুশি পশ্চিম মেদিনীপুরের মানুষজন। তখন কেশপুরে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, ‘‌কারও উপর নির্ভর করতে হবে না। আপনাদের ঘর তৈরি করে দেবে দল।’‌ এবার পেলেন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন।