Ajit Doval: উত্তরাখণ্ডের গ্রামের ছেলে ‘আন্তর্জাতিক সম্পদ’! ডোভালের প্রশংসায় বললেন মার্কিন রাষ্ট্রদূত গারসেত্তি

‘ভারতের নিরাপত্তা উপদেষ্টা শুধু জাতীয় সম্পদই নন, তিনি আন্তর্জাতিক সম্পদও ’, ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের প্রশংসায় এই বার্তাই উঠে এল ভারতে মার্কিনি রাষ্ট্রদূত এরিক গারসেত্তির তরফে। তিনি, অজিত ডোভালের প্রশংসায় একাধিক বার্তা দেন, দিল্লিতে আয়োজিত ভারত মার্কিন উদ্যোগের ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস’ এর এক বৈঠকে।

অজিত ডোভাল প্রসঙ্গে প্রশংসার সুরে গারসেত্তি তুলে ধরেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ছোটবেলার ঘটনা। গারসেত্তি বলেন, উত্তরাখণ্ডের গ্রামের সন্তান অজিত ডোভাল ‘কেবলমাত্র জাতীয় সম্পদই নন, তিনি আন্তর্জাতিক সম্পদ।’ গারসেত্তি বলেন, ‘আমরা যখন ভারত ও আমেরিকার ভিত্তি দেখি, তখন দেখি তা খুবই পোক্ত ও শক্তিশালী। এটা থেকেই স্পষ্ট যে ভারতীয়রা আমেরিকানদের ভালোবাসেন আর আমেরিকানরা ভারতীয়দের ভালোবাসেন।’ প্রযুক্তিনির্ভর, ভারতের ডিজিটাল পেমেন্টের প্রশংসা করে মার্কিনি রাষ্ট্রদূত বলেন, ‘আমি যখন ডিজিটাল পেমেন্ট আর অর্থনীতি বিষয়ক প্রযুক্তির দিকে তাকাই, (তখন মনে হয়) আমরা বিশ্বকে নাড়া দিয়েছি। গ্রামের একজন চাওয়ালাও জানেন যে তিনি সরাসরি সরকারের থেকে পেমেন্ট পাবেন গ্রামে বসে। সেই মূল্যের প্রতিটি টাকার ১০০ শতাংশ পাবেন।’

( Mamata Video: ‘রোজই আদ্যাস্তব পাঠ করি’, আদ্যাপীঠ পৌঁছে ঘরের পুজো নিয়ে কী বললেন মমতা?)

( Viral Video: যাত্রী বিক্ষোভে পাইলট বদল! গন্তব্য মুম্বইতে ল্যান্ডিং’মিস’, ইন্ডিগো বিমান গেল উদয়পুরে)

উল্লেখ্য, সদ্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মার্কিনি উপদেষ্টা ভারতে ২ দিনের সফরে এসেছিলেন। তখনই তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়। তাঁরা যৌথভাবে একাধিক আয়োজনে সামিল হন। জানা গিয়েছে, মার্কিনি জাতীয় উপদেষ্টা তাঁর সফরে দেখা করতে চলেছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে মার্কিনি ও ভারত দ্বিপাক্ষিক প্রযুক্তি বিষয়ে আলোচনা হতে চলেছে। সেই আলোচনায় সামুদ্রিক দিক থেকে প্রযুক্তি, সেনা ও বায়ুসেনার দিক থেকে প্রযুক্তি সম্পর্কে আলোচনা হতে চলেছে বলে খবর। এর কিছুদিন আগে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেন অজিত ডোভাল। সেই আলোচনাতেও আসে, ইন্দোপেসিফিক এলাকায় জলপথে অবাধ বিচরণ প্রসঙ্গ।