Indian student stabbed to death in london: ভারতীয় ছাত্রীকে ছুরি মেরে খুন লন্ডনে, উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন বিদেশে

লন্ডনের ওয়েম্বলেতে এক ভারতীয় তরুণীকে খুন করার অভিযোগ। ওই তরুণীর বয়স ২৭ বছর। তিনি আসলে হায়দরাবাদের বাসিন্দা। নাম কোন্থাম তেজস্বিনী। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। এক ব্রাজিলিয়ান যুবক ওই ফ্ল্যাটে থাকতেন। ওই ফ্ল্যাট-মেটই তাকে আক্রমণ করে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল ১০টার ঘটনা। 

এদিকে তেজস্বিনীর মৃত্য়ু হয়েছে। অপর এক মহিলা মারাত্মকভাবে জখম হয়েছেন। তাঁর শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। 

গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। হায়দরাবাদেও তার রেশ পড়েছে। মৃত তরুণীর এক আত্মীয়ের দাবি. অভিযুক্ত যুবক ব্রাজিলের বাসিন্দা। ওই ফ্ল্যাটেই তেজস্বিনী তার বন্ধুদের সঙ্গে থাকতেন। গত মার্চ মাসে মাস্টার্স করার জন্য় লন্ডনে গিয়েছিলেন তিনি। 

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ২৪ বছর বয়সি এক যুবক ও ২৩ বছর বয়সি এক মহিলা এই ঘটনার পেছনে রয়েছে বলে জানা গিয়েছে। তাদেরকে আটক করা হয়েছে। যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মহিলাকে আপাতত ছাড়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মেট্রোপলিটান পুলিশ ব্রাজিলের নাগরিক কেভিন আন্তনিও লরেন্স ডি মোরাইসের ছবি প্রকাশ করা হয়েছে। তার খোঁজ পাওয়ার জন্য পুলিশ বাসিন্দাদের সহায়তা চেয়েছে। 

পিটিআই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, খুন করেছেন এই সন্দেহে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে। অনেকেই সূত্র দিয়ে সহায়তা করেছেন। 

সংবাদ সংস্থা এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে,  গোয়েন্দারা ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন। কী কারণে এই খুন করা হয়েছে, কারা এর পেছনে রয়েছে সবটা দেখা হচ্ছে। 

তবে এভাবে লন্ডনের মাটিতে এক ভারতীয় ছাত্রীকে খুন করার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে বলে খবর। 

সূত্রের খবর, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেই অপারেশন করার সময় তার মৃত্যু হয়। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। বিবিসি নিউজ লন্ডন সূত্রে খবর, অপর এক মহিলাকেও আঘাত করা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল।

এদিকে এক ব্রাজিলিয়ান তরুণের বিরুদ্ধে অভিযোগ। সে কেন খুন করল তা দেখছে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে গোটা ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।