Panchayat Election 2023: কোন এক্তিয়ারে পঞ্চায়েত ভোটের কাজে মানবাধিকার কমিশন নজরদারি করবে? হাইকোর্টে কমিশন

তাদের কাজে নজরদারির করার আদৌ কি এক্তিয়ার আছে জাতীয় মানবাধিকার কমিশনের? এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

গত বৃহস্পতিবার থেকে রাজ্যে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তিও। এই আবহে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে। তারা জানায় রাজ্যে নিজেদের পর্যবেক্ষক পাঠাবে। এতেই আপত্তি নির্বাচন কমিশনের। এই ভাবে কোনও স্বাধীন সংস্থা উপর নজরদারি চালতে পারে কি না অন্য কোনও স্বাধীন সংস্থা, নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের কাছে নির্বাচন কমিশন প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন কি অতিসক্রিয়তা দেখাচ্ছে?

গত রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। কমিশনের ডিজি (তদন্ত)-কে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার কথা জানানো হয়। তিনি পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করবেন। তার পর তিনি কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন। মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে চিঠি দিয়ে মানবাধিকার কমিশন ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কমিশনের এই পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্য নির্বাচন কমিশন।

(পড়তে পারেন । ব্যারাকপুরের সেনা ক্যাম্পে পাকিস্তানের দুই নাগরিক, সিআইডিকে নির্দেশ বিচারপতির)

(পড়তে পারেন। ‘‌আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে’‌, সমস্ত জেলা প্রশাসনকে বার্তা রাজীব সিনহার)

মঙ্গলবার পঞ্চায়েত ভোট নিয়ে মামলায় বিরোধীরা দাবি করে পঞ্চায়েত ভোটের নজরদারিতে কোনও বিশেষ পর্যবেক্ষক বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা বিশেষ আধিকারিককে নিয়োগ করা হোক। আদালত তার রায়ে জানিয়েছে, ভোটে নজরদারিতে বিশেষ কোনও পর্যবেক্ষক নিয়োগ করার দরকার নেই। নির্বাচন কমিশনই ভোটের জন্য পর্যবক্ষেক নিয়োগ করেছে। তারইএই কাজ করবে।

৯ জুনে থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত। ভোট হবে ৮ জুলাই।