Panchayat vote 2023: এবারও বিজেপির ভরসা উত্তরবঙ্গ,পঞ্চায়েতে ৫ জেলায় ভালো ফলের আশা করছে গেরুয়া শিবির

সামনের বছর লোকসভা ভোট। তার আগে পঞ্চায়েত ভোট মানে গেরুয়া শিবিরের কাছে অ্য়াসিড টেস্ট। গ্রাম বাংলায় কতটা শক্তি ধরে রাখতে পেরেছে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কাজে লাগিয়ে বিজেপি কতটা নিজেদের পালে হাওয়া তুলতে পারে সেটাও দেখার। 

তবে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব পঞ্চায়েত ভোটে কতটা ভালো ফল করা যাবে তা নিয়ে হিসেব নিকেশ শুরু করে দিয়েছে। আর দলের অন্দরমহল সূত্রে খবর, অন্তত ৫ জেলায় বিজেপি ভালো ফল করতে পারে। মূলত বিধানসভা নির্বাচনে বিজেপি যে জেলাগুলিতে ভালো ফল করেছিল সেখানে পঞ্চায়েত ভোটেও গেরুয়া শিবির তৃণমূলের সঙ্গে জোর টক্কর দিতে পারে। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সমস্ত ভোটের ক্ষেত্রেই প্রেক্ষিতগুলো বদলে যায়। বিধানসভায় ভালো ফলাফল মানেই সেই এলাকায় তৃণমূলস্তরে পদ্ম ফুটবে এমনটা নয়। 

তবে এবারও বিজেপি পঞ্চায়েত ভোটে ভালো ফলের জন্য উত্তরবঙ্গের দিকে তাকিয়ে আছে। নেতৃত্বের একাংশের মতে, ২০১৮ সালে যখন প্রবল সন্ত্রাস তখনও কোচবিহারে খাতা খুলে ফেলেছিল বিজেপি। এবার পরিস্থিতি কিছুটা অনুকূল। তৃণমূলের দ্বন্দ্বের মেঘও ঘনাচ্ছে। সেক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভালো ফলের আশা করছে বিজেপি। 

এদিকে গত বিধানসভা ভোটে বিজেপির জেতা ৭৭টি আসনের মধ্যে ৩৬টি কেন্দ্রের সিংহভাগ এলাকাই গ্রামাঞ্চল। উত্তরবঙ্গের কথা বাদ দিলে দক্ষিণের পুরুলিয়া ও বাঁকুড়ায় বিজেপি গত বিধানসভাতে ভালো ফল করেছিল। সেই ফলের ছায়া কি এবারও পড়তে পারে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

অন্যদিকে নদিয়া ও পূর্ব মেদিনীপুরেও ভালো ফলের আশা করছে বিজেপি ।

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি বিধানসভা ভোটের ফলাফলে হিসাবে গ্রামাঞ্চলে এগিয়ে রয়েছে বিজেপি। দাবি গেরুয়া শিবিরের। আবার পুরুলিয়া, বাঁকুড়াতেও একই ছবি। বিধানসভা ভোটের নিরিখে গ্রামাঞ্চলে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু বাস্তবে এই হিসেব কতটা কাজ করবে সেটাও দেখার। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটে বিভিন্ন আসনে জয়ী হওয়ার পরেও বিজেপি বিধায়করা গ্রামাঞ্চলে মাটি কামড়ে পড়েছিলেন এমন বহুক্ষেত্রেই হয়নি। এমনকী গ্রামে তাঁদের অনেককে দেখাই যায়নি। আবার বুথস্তরে সংগঠনও নড়বড়ে। এটা বিজেপির কাছে নেতিবাচক দিক। 

অন্য়দিকে শাসক তৃণমূল পঞ্চায়েতে থেকেও নানা দুর্নীতিতে জর্জরিত। তবে গ্রামাঞ্চলে মোটের উপর উন্নয়ন যে হয়নি এমনটাও নয়। শেষ পর্যন্ত শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে একজায়গায় নিয়ে এসে বিজেপি ভোট বাক্সে কতটা প্রতিফলিত করতে পারে তার উপরই নির্ভর করছে ফলাফল।