৪৬ শতাংশ ছাড়ে ২৬১ ফ্ল্যাট পেয়েছিলেন মায়াবতীর ভাই ও তার স্ত্রী, কেলেঙ্কারির পর্দাফাঁস: Report

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রীকে ২৬১টি ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে নানা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির নাম লজিক্স ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড।  ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে এমনটাই জানা গিয়েছে। এদিকে ওই কোম্পানি তাদের নানা সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে নানা ধরনের অবৈধ উপায় অবলম্বন করেছিল বলে খবর। এনিয়ে তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। 

তাদের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ২০১০ সালের মে মাসে ওই রিয়েল এস্টেট কোম্পানির পথ চলা শুরু হয়েছিল। আর সেই সময় উত্তরপ্রদেশে মায়াবতীয় রাজনৈতিক দাপট যথেষ্ট।

এদিকে সূত্রের খবর, ওই কোম্পানি তাদের নয়ডা প্রজেক্টে প্রায় দু লাখ বর্গফুট জায়গা মায়াবতীর ভাই আনন্দ কুমার ও তাঁর স্ত্রী বিচিত্রা লতাকে বিক্রি করার কথা জানিয়েছিল। আনন্দ কুমারের কাছে এই সম্পত্তির ক্রয়মূল্য ছিল ৪৬.০২ কোটি টাকা। আর তাঁর স্ত্রীর জন্য় দাম বরাদ্দ হয়েছিল ৪৬.৯৩ কোটি টাকা। 

২০১০ সালের সেপ্টেম্বর মাসে মায়াবতীর নেতৃত্বে উত্তরপ্রদেশের সরকারের আওতায় থাকা নয়ডা কর্তৃপক্ষ ২৪.৭৪ একর জমি ওই কোম্পানিকে ইজারা দিয়ে দেয়। সেখানে ২২টি টাওয়ার তৈরির জন্য এই জমি ইজারা দেওয়া হয়েছিল। 

এদিকে ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে  ২০২২-২৩ পর্যন্ত লজিক্স ২,৫৩৮ ইউনিটের মধ্য়ে ২,৩২৯টি ইউনিট বিক্রি করে দেয়। ২০১৬ সালের ৪ এপ্রিল আনন্দ কুমারকে ১৩৫টি অ্য়াপার্টমেন্ট দেওয়া হয়েছিল। তাঁর স্ত্রীকে দেওয়া হয় ১২৬টি অ্যাপার্টমেন্ট। তাঁরা অগ্রিম হিসাবে ২৮.২৪ কোটি ও ২৮.১৯ কোটি টাকা ওই কোম্পানিকে দিয়েছিলেন।

২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি নির্মাণকারী সংস্থা লজিক্সকে নোটিশ পাঠিয়ে জানায় ৭.৭২ কোটি টাকা তাদের বকেয়া রয়েছে। ২০২০ সালের অক্টোবর মাসে লজিক্স উত্তরে জানায় কোভিড অতিমারির কারণে নানা সমস্য়া, লেবারের ঘাটতি সহ নানা কারণে তারা বকেয়া টাকা মেটাতে পারেনি।

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ন্যাশানাল কোম্পানি ল ট্রাইবুনাল লজিক্সের বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার নির্দেশ দেয়। কোম্পানি যে ধার নিয়েছে তার উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। 

আর তখনই ন্যাশানাল কোম্পানি ল ট্রাইবুনালের নির্দেশে অভ্যন্তরীন অডিট করা হয় লজিক্সের হিসাবপত্রের উপর। আর তারপরই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে জানা গিয়েছে মায়াবতীয় ভাই ও ভাইয়ের বউকে একেবারে বাজারের থেকে অনেক কম দামে ফ্ল্যাট বেচেছিল লজিক্স।

আনন্দ কুমারকে মাত্র ২৩০০ বর্গফুট দরে ফ্ল্যাট দেওয়া হয়েছিল। যা বাজার দরের থেকে অনেক কম। অথচ ২০১৬-১৭ সালে অন্য়দের বিক্রি করা হয়েছিল ৪৩৫০.৮৫ টাকা প্রতি স্কোয়ার ফুট দরে।