Chargesheet against Brij Bhushan Singh: ব্রিজভূষণের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের, বাদ পকসো ধারা

বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। এদিকে আজ চার্জশিট পেশ করার আগেই ব্রিজভূষণের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে দিল্লি পুলিশ। এদিকে চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের অভিযোগ খারিজ করা হয়েছে। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট ৫৫২ পাতার।

প্রসঙ্গত, এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে এক নাবালিকা কুস্তিগির পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। এরই মধ্যে পুলিশ নাকি হেনস্থার শিকার কুস্তিগিরদের থেকে তথ্যপ্রমাণ চেয়েছিল। এই আবহে গত রবিবার চার কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে ভিডিয়ো তথ্যপ্রমাণ পেশ করেছেন বলে জানা গিয়েছে। এই আবহে ব্রিজভূষণকে এই যৌন হেনস্থার মামলায় মূল অভিযুক্ত করার জন্য ‘ইন্ডাইক্টমেন্ট’ ফাইল করে। আর দীর্ঘ ১৫০০ পাতার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এর আগে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গোন্দা, লখনউ এবং অযোধ্যায় গিয়ে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের অধীনে কর্মরত কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলছে। গোন্দায় ব্রিজভূষণের বাড়িতেও গিয়েছে পুলিশ। সেখানে ব্রিজভূষণের আত্মীয়, কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এদিকে লখনউ এবং অযোধ্যা গিয়েও ব্রিজভূষণের বর্তমান এবং প্রাক্তন সহযোগীদের সঙ্গে কথা বলে পুলিশ। তাছাড়া কুস্তি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন বেশ কিছু কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। এদিকে ভিনদেশের কুস্তি ফেডারেশনের কাছ থেকে ভিডিয়ো ফুটেজ চায় দিল্লি পুলিশ। যদিও এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে অন্য কোনও দেশের কুস্তি ফেডারেশন তথ্য প্রমাণ পাঠায়নি।