IndiGo aircraft tail strike: আমেদাবাদ এয়ারপোর্টে নামার পরেই, ইন্ডিগোর বিমানের লেজ ঠেকল মাটিতে, তারপর…

শোভিত গুপ্তা

ইন্ডিগোর বেঙ্গালুরু- আমেদাবাদ ফ্লাইটের লেজ ঠেকে গেল মাটিতে। আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে নামার পরেই বিমানের লেজটি মাটিতে ঠেকে যায়। (Tail strike)। এরপরই ভয়াবহ বিপত্তি হওয়ার সম্ভাবনা ছিল। এদিকে দিল্লি এয়ারপোর্টে দিন পাঁচের আগে ঠিক এই ধরনের ঘটনা হয়েছিল। এরপর সেই একই ধরণের ঘটনা হল আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে।

DGCA গোটা ঘটনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে বিমান সংস্থা। তারা জানিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য এয়ারক্রাফটটি দাঁড় করিয়ে রাখা হয়েছে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিগো ফ্লাইট 6E6595 বেঙ্গালুরু থেকে আমেদাবাদ যাওয়ার কথা ছিল। আমেদাবাদে নামার পরে বিমানটির লেজ রানওয়েতে ঠেকে যায়। আমেদাবাদ এয়ারপোর্টেই রাখা হয়েছে বিমানটিকে। এটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। গোটা ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দেখা হবে।

তবে শুধু আমেদাবাদেই নয়, গত রবিবার ইন্ডিগোর বিমান এ ৩২১ একই ধরনের পরিস্থিতির মধ্য়ে পড়েছিল। কলকাতা থেকে এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল। তখনই সেটার লেজও ঠেকে যায় মাটির সঙ্গে। এরপরই শোরগোল পড়ে বিমানবন্দর চত্বরে।

এদিকে অপর একটা ঘটনাও এবার সামনে এসেছে। লখনউ থেকে মুম্বই যাচ্ছিল একটি ইন্ডিগো ফ্লাইট। এদিকে পাইলট মুম্বই বিমানবন্দরে নামতে পারেননি। বিমান নিয়ে তিনি সোজা উড়ে যান উদয়পুরে। মঙ্গলবার বিকালের ঘটনা। এরপর দীর্ঘক্ষণ পরে বিমানটি ফের মুম্বই বিমানবন্দরে ফিরে আসেন। তবে উদয়পুর বিমানবন্দরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন যাত্রীরা। পরে বিমান সংস্থার তরফে পরিস্থিতি সামাল দেওয়া হয়।