Wrestlers Protest: বৃহস্পতিবার শেষ সময়সীমা, আজই ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে দিল্লি পুলিস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলা কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে দেশের কুস্তি ফেডারেশনের বিদায়ী প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হয়রানির অভিযোগের মামলায় বৃহস্পতিবার দিল্লি পুলিস চার্জশিট জমা করতে পারে বলে জানা গিয়েছে। ৭ জুন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে দেখা করেন এবং আন্দোলনকারী কুস্তিগীরদের আশ্বাস দেন যে ১৫ জুনের মধ্যে এই মামলার চার্জশিট জমা করা হবে। এই আশ্বাসের পরেই তারা নিজেদের আন্দোলন স্থগিত করে।

আরও পড়ুন: Ravichandran Ashwin: বিশ্বযুদ্ধে তিনি ছিলেন ব্রাত্য! তবুও বিশ্বের এক নম্বর অশ্বিন, জানিয়ে দিল আইসিসি

পুলিসের তরফে জানানো হয়েছে যে, ‘যেহেতু মন্ত্রী কুস্তিগীরদের আশ্বস্ত করেছেন যে ১৫ জুন (বৃহস্পতিবার) এর মধ্যে মামলার চার্জশিট জমা করা হবে, আমরা তা মেনে চলব’।

তদন্তের অংশ হিসাবে, দিল্লি পুলিস পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনের কাছে সিং-এর অভিযোগের বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়েছে। যদিও তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে পুলিস। এগুলি পাওয়ার পরে, মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হবে বলেও জানানো হয়েছে।

সেই দেশগুলির কাছে নোটিস দিয়ে তাদের দেশে হওয়া টুর্নামেন্টের ছবি, ভিডিয়ো এবং কুস্তিগীররা তাদের ম্যাচ চলাকালীন যেখানে ছিলেন সেই জায়গাগুলির সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। বিশেষ তদন্তকারী দল ১৮০ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে এবং গোন্ডায় বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বাসভবনেও গিয়েছিল। সেখানে তাঁর আত্মীয়, সহকর্মী, বাড়ির স্টাফ এবং তার সহযোগীদের বিবৃতি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: Arjun Tendulkar: এবার বিসিসিআই-এর ডাকে এনসিএ-তে সচিনপুত্র অর্জুন

তদন্তকারীরা একজন মহিলা কুস্তিগীরকে নয়াদিল্লিতে সিংয়ের সরকারি বাসভবনে নিয়ে গিয়েছিলেন যাতে অভিযুক্ত অপরাধের সময়ের ঘটনাবলি পুনর্নির্মাণ করা সম্ভব। নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা না হলে কুস্তিগীররা আবারও বিক্ষোভ শুরু করার হুমকি দিয়েছেন।

৭ জুন তাঁর বৈঠকের পরে, ঠাকুর একটি সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে কুস্তিগীররা ১৫ জুনের মধ্যে মামলার চার্জশিট জমা করতে এবং ৩০ জুনের মধ্যে কুস্তি ফেডারেশনের নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। কুস্তিগীররা একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি করারও পরামর্শ দিয়েছিলেন। একজন মহিলার নেতৃত্বে ডব্লিউএফআই গঠন করা হবে। এই সব প্রস্তাবে সম্মত হন ক্রীড়ামন্ত্রী।

আশ্বাসের পর, কুস্তিগীররা তাদের আন্দোলন ১৫ জুন পর্যন্ত স্থগিত করে। প্রতিবাদী কুস্তিগীররা সিংকে গ্রেফতারের দাবি জানিয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, সরকার কুস্তিগিরদের সঙ্গে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট হিসাবে তিন বারের মেয়াদ পূর্ণ করা ব্রিজ ভূষণ সিং এবং তার সহযোগীদের, কুস্তিগীরদের দাবি অনুযায়ী, এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)