Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয়, দুর্গত মায়ের চারদিনের শিশুকে বাঁচালেন মহিলা পুলিশ আধিকারিক,দেখুন video

নিশা আনন্দ

বৃহস্পতিবারই গুজরাটের কচ্ছ জেলায় আছড়ে পড়েছিল ভয়াবহ সাইক্লোন বিপর্যয়। চারদিকে একেবারে লন্ডভন্ড অবস্থা। এদিকে বিপর্যয়ের আশঙ্কায় আগে থেকেই এলাকা খালি করার কাজ শুরু হয়। চারদিকে তাণ্ডবের ছাপ। তার মধ্য়ে সামনে এল ভাইরাল ভিডিয়ো। 

সেখানে দেখা যাচ্ছে এক মহিলা পুলিশ চারদিন বয়সি একটি শিশুকে একেবারে আগলে নিয়ে উদ্ধার করছেন। অত্যন্ত যত্ন করে তিনি শিশুটিকে ধরে রেখেছেন। এরপর তিনি সুরক্ষার সঙ্গে সেই শিশুকে নিয়ে আসেন নিরাপদ জায়গায়। আর অন্যান্য পুলিশ কর্মীরা তার পরিবারকে উদ্ধার করেন। এদিকে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে ওই পুলিশ আধিকারিককে একেবারে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই। এই ছবি গুজরাটের দ্বারকা জেলার। ঝড় আসার আগেই সতর্কতা হিসাবে ওই পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো। গুজরাটের মন্ত্রী মালুভাই বেরা এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ভানওয়ার প্রশাসন বাসিন্দাদের সুরক্ষা দিতে তৈরি। বারদা দুংগার এলাকায় এক মা তার চারদিন আগে বাচ্চা প্রসব করেছিল। তবে শিশু সহ পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুজরাট ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই ভিডিয়ো ফের টুইট করেছেন। তিনি পুলিশের প্রশংসা করেছেন।

অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে এই ভিডিয়ো। এদিকে বৃহস্পতিবারই গুজরাটের কচ্ছ জেলার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। এর জেরে প্রবল বৃষ্টি গুজরাট জুড়ে। প্রায় ১ লাখ বাসিন্দাকে নীচু এলাকা থেকে সরানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে কালও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হতে শুরু করেছে। এটা গভীর নিম্নচাপে পরিণত হবে। এনডিআরএফ ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল জানিয়েছেন, সাইক্লোনে কোনও প্রাণহানির খবর নেই। তবে ২৩ জন জখম হয়েছেন। তিনি জানিয়েছেন সাইক্লোনের আগে গাছ পড়ে দুজনের মৃত্য়ু হয়েছিল। কিন্তু ল্যান্ডফলের পরে আর কোনও মৃত্যু নেই।