Mamata Banerjee: অনেকে ঝালমুড়ি তৈরি করতে করতেও… তৃণমূল নেতাদের আর্থিক উন্নতি নিয়ে ব্যাখ্যা মমতার

অনেকের মনের কোণেই প্রশ্ন উঁকি দেয়, তৃণমূল নেতাদের এত টাকা হয় কী করে? এত সম্পত্তি আচমকা কীভাবে হয়?  পার্থ চট্টোপাধ্যায় থেকে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় থেকে মানিক ভট্টাচার্য, তাদের সম্পত্তির বহরের কথা জেনে, অনেকেরই প্রশ্ন এত টাকা এল কীভাবে? তবে এবার দলের নেতাদের টাকার বৃদ্ধি প্রসঙ্গে কাকদ্বীপের সভা থেকে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেই সঙ্গে ভাষা সন্ত্রাস নিয়েও অভিযোগ তুললেন বাংলার তৃণমূল নেত্রী। 

তিনি বলেন, যারা মাঝে মাঝে এত অসম্মান করে… কী না বলে বলুন তো! কী না বলে আমার নামে, পরিবারের নামে, অভিষেকের নামে। ভাষা সন্ত্রাস চলছে। শব্দদুষণ চলছে। কুৎসার দুর্যোগ চলছে। নরম মাটি কামড়ানো খুব সহজ। তাই না! আমরা যত মানবিক হচ্ছি তত তোমরা দানবিক হয়ে উঠছ। 

সেই  সঙ্গেই মমতা জানিয়েছেন, যারা ছোট ছিল আজ বড় হয়েছে। বলছে ওর এত টাকা হল কীভাবে? ধরুন কেউ যখন ছোট ছিলেন তার বাবা মা তাঁকে মানুষ করেছেন। তারপর তিনি বড় হয়ে একটা চাকরি করছেন বা ব্যবসা করছেন বা দোকান চালাচ্ছেন। তারপর তাদের আবার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়েছে। সেই ছেলে মেয়েরা আবার বড় হয়ে চাকরি বাকরি করছেন। যখন মানুষের ঘরে কিছু থাকে না একটু কাঁথা সেলাই করতে করতেও, ঝালমুড়ি তৈরি করতে করতেও জীবন তৈরি করে নেন। জীবনের অধঃপতন হয় না। সেটার উত্তরণ হয়। জানিয়েছেন মমতা। 

সেই সঙ্গে মমতার প্রশ্ন, পঞ্চাশ বছর আগে আপনি যা ছিলেন আজ কি আপনি সেই অবস্থায় আছেন? 

ওয়াকিবহাল মহলের মতে, গ্রাম থেকে শহরে তৃণমূল নেতাদের অর্থনৈতিক প্রতিপত্তি দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কীভাবে এত সম্পত্তি করছেন তৃণমূল নেতারা তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এনিয়ে বিরোধীরা বার বার সুর চড়াতে শুরু করেছেন। এমনকী এনিয়ে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতারাও। তার সঙ্গেই রয়েছে দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে তৃণমূলের।

তবে এবার সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গেও মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই বিরোধীদের প্রতিরোধের সুর নিয়ে কটাক্ষ করলেন নেত্রী। 

মমতা বলেন ২০১১ সালে আমরা বলেছিলাম, বদলা নয় বদল চাই। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি বেজেছিল। কিন্তু ওরা বলছে নাকি প্রতিরোধ করবে। আমরা প্রতিবাদ করব।