Rohit Sharma Spends Time With Family Following Conclusion Of WTC Final 2023

নয়াদিল্লি: দিন কয়েক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পরবর্তী সিরিজের জন্য এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। মাঝে বেশ কিছুটা সময় রয়েছে ভারতীয় তারকাদের হাতে। আর এই সময়টাকেই কাজে লাগালেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ছুটির মুডে রোহিতের 

ভারতীয় দলের অধিনায়ক রোহিত বিগত পাঁচ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলে খেলেই চলেছেন। এই মাসখানেকের বিরতি কিন্তু সকল ভারতীয় ক্রিকেটারদের কাছে বেশ স্বস্তিদায়ক। আর এই বিরতিতেই পরিবারের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়লেন রোহিত। ৩৬ বছর বয়সি ভারতীয় তারকা সদ্যই নিজের স্ত্রী রিতিকা সাজদে (Ritika Sajdeh) ও মেয়ে সামাইরার সঙ্গে একটি ঘুরতে যাওয়ার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে রোহিতকে বিচ শার্ট ও বাকেট টুপিতে দেখা যায়।

 


 

হরভজনের আর্জি

প্রসঙ্গত, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দলের ঘোষণা হয়নি এখনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর অনেকেই ভারতীয় দলে বড় রকমের বদল ঘটানোর আর্জি জানিয়েছেন। তাঁদের সঙ্গে সহমত ভারতীয় প্রাক্তনী হরভজন সিংহও। তিনি সিনিয়দের বদলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ডাক দিয়েছেন। 

তিনি নির্বাচকদের উদ্দেশে বলেন, ‘সিনিয়ররা যথেষ্ট ক্রিকেট খেলেছে, এবার ওদের একটু বিশ্রাম দেওয়া হোক। আমি ওদের (নির্বাচকদের) অনুরোধ করব যে আর দেরি না করতে। ওয়েস্ট ইন্ডিজে একটা তরুণ দল পাঠানো হোক। আমি অক্ষর পটেলকে অলরাউন্ডার হিসাবে দলে দেখতে চাই। আর দুই স্পিনার হিসাবে (রবি) বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া হোক। আকাশ মাধওয়াল আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। আমার মনে হয় ওরও সুযোগ পাওয়া উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘ওপেনারদের মধ্যে একজন অবশ্যই শুভমন গিল। আরেকজন ওপেনারের ভূমিকায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া যেতেই পারে। ওর এবারের আইপিএল মরশুমটা দুর্দান্ত কেটেছে। যখনই সুযোগ পেয়েছে, ও কিন্তু দারুণ পারফর্ম করেছে। আমার মনে হয় বড় মঞ্চে পারফর্ম করার জন্য ও তৈরি। ওকে পূর্ণশক্তির ভারতীয় দলেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। ওদের দুইজনের পর রুতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসাবে আমার তৃতীয় বিকল্প।’

আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?