Sexual harassment: মহিলা IPS-কে যৌন হেনস্থা, তামিলনাড়ুর প্রাক্তন ডিজিপির তিন বছরের জেল

তামিলনাড়ুর প্রাক্তন স্পেশাল ডিজিপি রাজেশ দাস। তাকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।  শুক্রবার ভিল্লাপুরমের একটি আদালত তাঁকে এই নির্দেশ দিয়েছে। ২০২১ সালের জুলাই মাসে প্রটোকল ডিউটিতে থাকার সময় এক মহিলা আইপিএস অফিসারকে তিনি যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ। এদিকে তৎকালীন এসপি ডি কান্নানকে আদালত ৫০০টাকা জরিমানা করেছে। কারণ তিনি সেই সময় ওই আইপিএসকে অভিযোগ না জানানোর কথা বলেছিলেন। 

এটা আসলে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা। তখন স্পেশাল ডিজিপি ছিলেন রাজেশ দাস। আর ওই মহিলা আইপিএস  তৎকালীন মুখ্যমন্ত্রী ই-পালানিস্বামীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোটের প্রচারে বেরিয়েছিলেন মুখ্য়মন্ত্রী।  এদিকে গাড়ির মধ্যেই মহিলা আইপিএসকে যৌন হেনস্থা করেন ওই ডিজিপি। অভিযোগ এমনটাই। তৎকালীন এসপি সেই সময় নানা চেষ্টা করেছিলেন ব্যাপারটি যাতে পাঁচকান না হয়। যাতে তিনি অভিযোগ জানাতে না পারেন। 

এদিকে খোদ ডিজিপির বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগ। আবার সেই অভিযোগ করছেন খোদ মহিলা আইপিএস। এটা শুনে অবাক হয়ে যায় আদালত। আদালত জানিয়ে দিয়েছিল তারাই এই তদন্তের উপর  নজর রাখবে। এদিকে রাজ্যের তরফে সেই সময় ৬ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। এরপর জোরদার তদন্ত করা হয়। 

তবে এবার ওই প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল আদালত। এদিকে ২০২১ সালেই এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে যায়। সেই সময় রাজেশ দাসকে সরিয়ে  জয়ানাথ মুরালিকে আনা হয়। অন্য়দিকে রাজেশ দাসকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। পরে তাঁকে সাসপেন্ডও করা হয়। 

এদিকে রাজেশ দাস মাদ্রাজ হাইকোর্টে পালটা আবেদন করেছিলেন রাজেশ দাস। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি পি ভেলমুরুগান জানিয়ে দেন, ভিল্লাপুরম আদালত যে নির্দেশ দিয়েছে তার মধ্য়ে ভুল কিছু নেই। সেই সঙ্গে আবেদনকারী সম্পর্কে অন্য কোনও মনোভাব না রাখার জন্য নির্দেশ দেওয়া হয় মাদ্রাজ হাইকোর্টের তরফে। 

এদিকে হাইকোর্ট এর আগেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছিল। গোটা ঘটনা শোনার পর হতবাক হয়ে যায় আদালত। একজন ডিজিপি পদমর্যাদার আধিকারিক যদি এই ধরণের ঘটনা ঘটান তবে তামিলনাড়ুর মহিলা পুলিশ আধিকারিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করেছে আদালত। সেকারণে এব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।