Sir Andy Roberts Term Indian Cricket Team As Arrogant Following WTC Final Loss

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এক দশকের ট্রফির খরা কাটানোর হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। তবে অজিদের বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এই ম্যাচে ভারতের হারের কারণ নিয়ে কাটাছেঁড়া চলছেই। ভারতের হারের জন্য তাঁদের মনোভাবকেই দুষলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যার অ্যান্ডি রবার্টস (Sir Andy Roberts)।

কোনওরকম রাখঢাক না করেই রবার্টস দাবি করেন ভারতীয় দলের মধ্যে কিছুটা অহংকার দেখা গিয়েছে, যা তাদের পরাজয়ের অন্যতম বড় কারণ। তিনি বলেন, ‘ভারতীয় দলের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছে। ওরা বাকি দেশগুলিকে হেলাফেলা মনে করে। টেস্ট ক্রিকেট না সীমিত ওভারের ক্রিকেট, কোন ফর্ম্যাটে ভারতীয় দল বেশি জোর দিতে চায়, তা তাদেরই নির্ধারণ করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে বেশিদিন চলবে না। ওখানে তো ব্যাট-বলের কোনওরকম প্রতিযোগিতাই হয় না।’

অজিঙ্ক রাহানে বাদে ভারতীয় ব্যাটাররা তেমন কেউ লড়াইই করতে পারেননি বলেও আক্ষেপ করেন রবার্টস। পাশাপাশি গিলকে কিছু ব্যাটিং পরামর্শও দেন তিনি। ‘আমি ভেবেছিলাম ভারতীয় দল ব্যাট হাতে লড়াই করবে। অজিঙ্ক রাহানে লড়াই করলেও, আমি আশাবাদী হওয়ার মতো তেমন কিছুই দেখেনি। শুভমন গিল শট খেললে দেখতে ভাল লাগে। কিন্তু ও লেগ স্টাম্পে দাঁড়িয়ে ব্যাট করে এবং প্রায়সই বোল্ড বা কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়। ওকে বলটার পিছনে আসতে হবে। বিরাট কোহলি প্রথম ইনিংসে স্টার্কের এক দুর্দান্ত বলে আউট হন। ভারতীয় দলে তো প্রতিভার কোনও কমতি নেই। তবে দেশের বাইরে সিংহভাগই ওরা আশানুরূপ পারফর্ম করতে পারে না।’ দাবি তাঁর।

ভাইরাল ধোনির লুক

অনেকেই তাঁকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন। তাঁর গোটা দেশজুড়ে জনপ্রিয়তার প্রমাণ এ বারের আইপিএলেই পাওয়া গিয়েছে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে তিনি যে মাঠেই গিয়েছেন, সেখানেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হলুদ ঝড় দেখা গিয়েছে, তা কলকাতা হোক বা রাজস্থান। যখনই তিনি মাঠে নেমেছেন তখনই দর্শকদের মধ্যে উন্মাদনা, উদ্দীপনার পরিমাণ ছিল চোখের দেখার মতো।

ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও, তিনি যাই করেন, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। সম্প্রতি আবারও ধোনির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি এক ধোনি অনুরাগী, সুবোধ কুমার কুশওয়াহা তাঁর প্রিয় ক্রিকেটারের সঙ্গে দু’টি ছবি শেয়ার করেন। রাঁচিতেই তোলা ওই দুই ছবিতে ধোনিকে ধূসর দাড়ির লুকে পোজ দিতে দেখা গেল। সেই ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সুবোধ লেখেন, ‘মাহি ভাই এবং তাঁর বন্ধুদের সঙ্গে তোলা একটি সাম্প্রতিক ছবি।’

আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?