Fines issues in China: রেস্তোরাঁয় শশা পরিবেশন করায় ৫০,০০০ টাকা জরিমানা, চিনের নীতিতে বাড়ছে ক্ষোভ

স্যালাডে আর পাঁচটা সবজির মতোই শশা কেটে পরিবেশন করেছিল চিনের এক রেস্তোরাঁ।‌ এই অপরাধেই বড়সড় জরিমানার মুখে পড়ত হল তাকে। একটা শশার জন্য কত টাকা জরিমানা করা হয়েছে? শুনলে চমকে যেতে পারেন যে কেউ। স্যালাডে শশা কেটে দেওয়ার জন্য সরকারকে পাঁচ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যা ৫৮ হাজার টাকা) জরিমানা দিতে হয় ওই রেস্তোরাঁকে। সাংহাইয়ের এক রেস্তোরাঁর এই ঘটনা রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি করেছে চিনে। চিনের সমাজ মাধ্যমে নেটিজেন এই নিয়ে সরব হয়ে উঠেছেন। তাঁদের অনেকের অভিযোগ, সরকার নিজের আয় বাড়াতে যেনতেন ভাবে বড় অঙ্কের জরিমানা চাপিয়ে দিচ্ছে। কোনও গুরুতর দোষ না থাকলেও বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে অনেক ক্ষেত্রেই। 

আরও পড়ুন: মাত্র ৩ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান করল অটিজম আক্রান্ত তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

আরও পড়ুন: ডিম আগে না মুরগি আগে? শেষমেশ যা উত্তর পেলেন‌ বিজ্ঞানীরা, জানলে চমকে যেতে পারেন

সম্প্রতি শুধু রেস্তোরাঁই নয়, বিভিন্ন ক্ষেত্রেই সরকার এমন বড়সড় জরিমানা করছে বলে দাবি নেটিজেনের। ইদানীং ট্রাক চালকরাও সরব হয়েছেন সরকারের ওজন মাপার যন্ত্র নিয়ে। গাড়ির ওজনের জন্য প্রায়ই জরিমানা দিতে হয় তাদের।‌ অথচ গাড়ির ওজনের ব্যাপারে তারা যথেষ্ট সচেতন। তাঁদের কথায়, সরকারের ওজন যন্ত্র দিনের পর দিন ব্যবহার হচ্ছে। সেটি ঠিকঠাক কাজ করছে কিনা তা নিয়েই সন্দেহ প্রকাশ করছেন অনেকে। সম্প্রতি এক ট্রাক চালককে বাড়তি ওজনের জন্য ভারতীয় মুদ্রায় ৩১ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়। শুধু তাই নয়, সেই টাকা তাঁকে এক বছর ধরে কিস্তিতে শোধ করতে হয়। এছাড়াও জানা গিয়েছে, আরেকটি চমকে দেওয়ার মতো তথ্য। শুধু মাত্র জরিমানা থেকেই গুয়াঙক্সির গত বছরে আয় হয়েছে এক লাখ ৭০ হাজার কোটি টাকা। যা তাদের মোট মূলধনের প্রায় ৯ শতাংশ! প্রসঙ্গত, গুয়াঙক্সি চিনের অন্যতম বড় সরকারি উৎপাদন কেন্দ্র।‌ 

অনেকের কথায়, এই ঘটনার মধ্যে দিয়ে চিনের আর্থিক অবস্থাও প্রকাশ্যে চলে এসেছে। তবে লঘু পাপে গুরু দন্ডের কারণে সরকারের সঙ্গে বিভিন্ন বেসরকারি বিনিয়োগের সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। অনেক নেটিজেনের কথায়, সরকারের উপর এই কারণে বিশ্বাসও হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। কেউ কেউ প্রশ্ন তুলছেন, অবস্থা কি এতটাই খারাপ যে শশা কেনাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে? তবে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে এই সমস্যা নিয়ে আলোচনার আশ্বাস পাওয়া গিয়েছে।