Graeme Smith On Gives Advice To Under Pressure Indian Captain Rohit Sharma

নয়াদিল্লি: সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ। রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছেই। এরই মাঝে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়ে তাঁকে পরামর্শ দিলেন কিংবদন্তি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ (Graeme Smith)।

স্মিথের মতে রোহিতকে ফর্মে ফেরার জন্য কেবল একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, তাহলেই মানসিকভাবে পুনরুজ্জীবিত হয়ে ফর্মে ফিরতে পারবেন তিনি। স্মিথ বলেন, ‘অধিনায়ক হিসাবে সবথেকে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম হল নিজের পারফরম্যান্স ধরে রাখা। অধিনায়কের ওপর থেকে চাপ কোনসময়েই কমে না। রোহিতের খানিকটা বিশ্রামের প্রয়োজন। ওর নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না। আইপিএলের বিগত কয়েক মরশুম এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখলেই তা বোঝা যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘নিজে ভাল পারফর্ম করতে পারলে বাকি বিষয়গুলি সামলাতেও অনেকটা সুবিধা হয়। কেউ ওর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করছে না। কেবল ওর নিজের ব্য়ক্তিগত পারফরম্যান্সটাই চিন্তার বিষয়। ও যদি পরপর বেশ কয়েকটি ভাল ইনিংস খেলতে পারে, তাহলে ওর ওপর থেকে চাপটা অনেকটাই কমে যাবে।’

প্রসঙ্গত, ১২ জুলাই থেকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল গোটা বছর ধরেই প্রচুর ক্রিকেট খেলে। সামনেই আবার ৫০ ওভারের বিশ্বকাপ। ভারতেই এ বারের বিশ্বকাপের আসর বসবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত রোহিতের ওয়ার্কলোড সামলানোর জন্যই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা বিশ্রাম দিতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক হওয়ার পর তিন ফর্ম্যাট খেলা রোহিত নাগাড়ে বেশ কয়েকদিন ধরেই খেলে চলেছেন। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। অবশ্য গোটা সিরিজ নয়, শোনা যাচ্ছে ক্যারিবিয়ান সফরে কিছু ম্যাচে রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে।

গোটা বিষয়ে অবগত এক ব্যক্তি এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘রোহিতকে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খানিকটা ক্লান্তই দেখিয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের খানিকটাতে ওকে বিশ্রাম দিতে চান নির্বাচকরা। ওকে টেস্ট বা সাদা বলের আটটি ম্যাচে (তিনটি ৫০ ওভারের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি) বিশ্রাম দেওয়া হতে পারে। তবে আগে রোহিতের সঙ্গে নির্বাচকরা কথা বলবেন এবং তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।’

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া ‘পিতৃ দিবস’-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য